Monday, November 17, 2025
আন্তর্জাতিক

মোদীকে রাজকীয় সংবর্ধনা জানালো বাংলাদেশ

ঢাকা: দীর্ঘ ১৫ মাস পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম বিদেশ সফর। দু’দিনের সফরে বাংলাদেশ পৌঁছেছেন প্রধানমন্ত্রী। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ ঢাকায় পৌঁছন নমো। ঢাকা বিমানবন্দরে মোদীকে রাজকীয় সংবর্ধনা জানায় বাংলাদেশ। বিমানবন্দরে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গার্ড অফ অনার দেওয়া হয়।

প্রথমে সাভারে জাতীয় স্মৃতি সৌধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নিহত শহিদদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে টুইট নমো লিখেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীরা বহু মানুষের কাছে প্রেরণা।

টুইটে মোদী আরও লিখেছেন, ঢাকা পৌঁছলাম। বিমানবন্দরে বিশেষ অভ্যর্থনা জানানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। এই সফর আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার ক্ষেত্রে অবদান রাখবে।

এরপর বাংলাদেশের জাতীয় দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন মোদী। এরপরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।

সফরের শেষ দিন অর্থাৎ ২৭ মার্চ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি দর্শনে যাবেন মোদী। সেখান থেকে মতুয়া সম্প্রদায়ের প্রবর্তক হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান ওড়াকান্দির মন্দির দর্শনে যাবেন নমো। তারপরে সাতক্ষীরা জেলার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে পুজো দেবেন মোদী। তাৎপর্যপূর্ণভাবে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে মতুয়া ভোট টানতে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।