ফুরফুরা শরিফের উন্নয়নে ৫৮ কোটি ৬২ লাখ টাকা বরাদ্দ করলো পশ্চিমবঙ্গ সরকার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: হুগলির ফুরফুরা শরিফের উন্নয়নে ৫৮ কোটি ৬২ লাখ টাকা বরাদ্দ করলো রাজ্য সরকার। ফুরফুরা শরিফের গেটের পাশে তৈরি করা হবে অফিস ও মুসাফিরখানা।
বৃহস্পতিবার বিধানসভায় ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘ফুরফুরা শরিফের উন্নয়নে মোট ৫৮ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ৪৯২ টাকা বরাদ্দ করা হয়েছে। ফুরফুরা শরিফ উন্নয়ন পর্ষদের মাধ্যমে এই অর্থ খরচ করা হবে।’
উল্লেখ্য, সংখ্যালঘু ভোটের জন্য ফুরফুরা শরিফ একটা বড় ফ্যাক্টর। বাংলায় তৃণমূল ক্ষমতায় আসার পর ফুরফুরা উন্নয়ন পর্ষদ গঠন করা হয়।