ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের ভূয়সী প্রশংসা করলেন রুশ প্রেসিডেন্ট পুতিন
কলকাতা ট্রিবিউন ডেস্ক: জি-২০ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসতে পারেননি। তবে রাশিয়ায় অনুষ্ঠিত ইস্টার্ন ইকোনমিক ফোরামে অংশ নেন তিনি। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্তুতি শোনা যায় পুতিনের গলায়। পাশাপাশি, ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। গাড়ি তৈরির ক্ষেত্রে ভারতের উদাহরণ দেন পুতিন।
দেশীয় গাড়ি নিয়ে প্রশ্ন করা হয়েছিল প্রেসিডেন্ট পুতিনকে। এ প্রসঙ্গে পুতিন বলেন, ‘এ বিষয়ে আমাদের পার্টনার ভারতের থেকে শেখা উচিত। ভারত সাম্প্রতিককালে দেশীয় প্রযুক্তিতে তৈরি গাড়ি এবং জাহাজ ব্যবহারে জোর দিয়েছে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে ভারতিয় ব্র্যান্ড ব্যবহার জন্য দেশবাসীকে উৎসাহিত করছেন। তিনি সঠিক কাজ করছেন। আমাদের ভারতের থেকে শেখা উচিত। আমাদেরও দেশীয় প্রযুক্তিতে তৈরি যানবাহন ব্যবহার করা উচিত।’
পুতিন বলেন, ‘নব্বইয়ের দশকে রাশিয়ায় দেশীয় প্রযুক্তিতে তৈরি গাড়ি ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছিল। তবে তখন দেশে কম গাড়ি উৎপাদন হতো। তবে এখন চাহিদা আছে। তবে এটা সত্যি যে মার্সিডিজ বা অউডির তুলনায় আমাদের দেশে তৈরি গাড়ির মান সাধারণ। তাই নব্বইয়ের দশক থেকে বিদেশি গাড়িগুলি বেশি কেনা হতো। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। তাই আমাদের ভারতের মতো পার্টনারদের থেকে এ বিষয়ে শেখা উচিত।’