মার্কিন উপ-রাষ্ট্রপতি পদে শপথ নিলেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস
ওয়াশিংটন: আমেরিকার ইতিহাসে উপ-রাষ্ট্রপতি (Vice President of the United States) পদে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে শপথ নিলেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস (Kamala Harris)। ভারতীয় সময় রাত ১০ টা ২৫ মিনি নাগাদ (আমেরিকার স্থানীয় সময় বুধবার সকাল ১১টা ৩৫ মিনিট) শপথ নেন কমলা। তাঁকে শপথ বাক্য পাঠ করান মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি সোনিয়া সোটোমেয়র।
ইতিহাস গড়লেন কমলা হ্যারিস। প্রথমবার কোনও ভারতীয় ও আফ্রিকান বংশোদ্ভূত উপ-রাষ্ট্রপতি হলেন। এই প্রথমবার কোনও মহিলা হলেন আমেরিকার উপ-রাষ্ট্রপতি। আজ এই ঐতিহাসিক মুহূর্তেও তাঁর মায়ের কথা স্মরণ করেন কমলা।
সব ছেড়ে অনিশ্চিতের পথে যেদিন তামিলনাড়ু থেকে আমেরিকা যান শ্যামলা গোপালন (Shyamala Gopalan)। ১৯৬১ সালে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে (University of California) কমলা হ্যারিসের মা শ্যামলার সঙ্গে বাবা জ্যামাইকান ডোনাল্ড হ্যারিসের (Donald Harris) পরিচয় হয়। ১৯৬৪ সালের ২০ অক্টোবর শ্যামলার জন্ম দেন এক কন্যাসন্তানের। ভারতীয় ঐতিহ্যের সঙ্গে মিল রেখে সৌভাগ্য, সৌন্দর্য ও শক্তির দেবী লক্ষ্মীর প্রতীক আর সংস্কৃত শব্দ ‘কমল’ বা পদ্মফুলের সমার্থক শব্দে মেয়ের নাম কমলা রেখেছিলেন। সেদিন তিনি স্বপ্নেও ভাবতে পারেননি যে তাঁর মেয়ে একদিন ইতিহাস গড়বে।
তবে আত্মজীবনী ‘দ্য ট্রুথস উই হোল্ড, অ্যান আমেরিকান জার্নি’ থেকে জানা যায়, কমলার বয়স যখন মাত্র ৭ বছর তখন বিচ্ছেদ হয় তাঁর মা-বাবার। তাই মাই তাঁকে কোলে-পিঠে করে বড় করে তোলেন। শপথ নেওয়ার সময় তাই মায়ের কথা স্মরণ করেন তিনি।


