দ্বিতীয় দফায় করোনার টিকা নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
নয়াদিল্লি: গত ১৬ তারিখ থেকে দেশজুড়ে শুরু হয়েছে করোনার টিকাকরণের প্রক্রিয়া। প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মী সহ প্রথম সারির করোনা যোদ্ধাদের (পুলিশ, সশস্ত্র বাহিনী ও পুরসভার কর্মী) ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সূত্রের খবর, দ্বিতীয় পর্যায়ে ভ্যাকসিন নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পর্যায়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ভ্যাকসিন নেবেন বলে খবর।
গত ২৪ নভেম্বর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদী বলেছিলেন, দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ভ্যাকসিন নেবেন। তৃতীয় বিভাগে ৫০ বছরের বেশি বয়সের লোকদের টিকা দেওয়া হবে। চতুর্থ পর্যায়ে যাঁদের বয়স ৫০-এর নীচে, কিন্তু শরীরে কো-মর্বিডিটি রয়েছে তাদের টিকাকরণ করা হবে।
উল্লেখ্য, ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) চলতি মাসের শুরুতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা কোভিশিল্ডকে দেশে জরুরী ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিয়েছে। এটি পুণের সেরাম ইনস্টিটিউট উৎপাদন করছে।
প্রসঙ্গত, ভারতে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬ লাখ ১০ হাজার ৮৮৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ২ লাখ ৬৫ হাজার ৭০৬ জন। মারা গিয়েছেন ১ লাখ ৫২ হাজার ৮৬৯ জন। দেশে মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। সুস্থতার হার ৯৬ দশমিক ৭৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ২২৩ জন এবং মৃত্যু হয়েছে ১৫১ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ৯৬৫ জন।


