‘মুসলিম শিল্পী-নির্মাতারা হলফনামা দিক, হিন্দু দেবদেবীর অপমান করবেন না’, হুঁশিয়ারি আখড়া পরিষদের
মুম্বাই: একের পর এক সিনেমার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ। প্রতিবাদে সবর হয়েছে গোটা দেশ। সম্প্রতি তাণ্ডব ওয়েব সিরিজ নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। তীব্র চাপের মুখে পড়ে তাণ্ডব ওয়েব সিরিজেষ পরিচালক আলি আব্বাস জাফর বিবৃতি জারি করে ক্ষমা প্রার্থনা করেছেন।
অখিল ভারতীয় আখড়া পরিষদ (Akhil Bhartiya Akhara Parishad সংক্ষেপে ABAP) বলেছে, সিনেমার সঙ্গে যুক্ত সব মুসলিম অভিনেতা-অভিনেত্রীদের লিখিত হলফনামা দিতে হবে যে তারা দেবদেবীদের নিয়ে হাসি ঠাট্টা-মশকরা করবেন না, তাঁদের অসম্মান হতে পারে এমন কোনও কাজ করবেন না।
ABAP-এর চেয়ারম্যান মহন্ত নরেন্দ্র গিরি বলেছেন, তাণ্ডব ওয়েব সিরিজের অভিনেতা-নির্মাতাদের ক্ষমা করছি না। যতদিন না মুসলিম শিল্পীরা এধরনের কাজ না করার হলফনামা জমা দিচ্ছেন। তিনি বলেন, উত্তরপ্রদেশ পুলিশ মুম্বাই পৌঁছনোর সঙ্গে সঙ্গেই ক্ষমা চেয়েছে তাণ্ডব টিম। যদি মুসলিম অভিনেতা-অভিনেত্রী ও নির্মাতারা সত্যি সত্যিই নিজেদের কৃতকর্মের জন্য ব্যথিত হন, তবে তাঁদের এই ব্যাপারে হলফনামা দেওয়া উচিত যে, তাঁরা আর হিন্দু ধর্ম তথা হিন্দু দেব-দেবীদের অসম্মান করবেন না।
উল্লেখ্য, তাণ্ডব ওয়েব সিরিজের পরিচালক জাফর বলেছেন, যে সব দৃশ্য নিয়ে বিতর্ক হয়েছে, সেগুলি তিনি শুধরে নেবেন। এই ওয়েব সিরিজের বিভিন্ন দৃশ্য নিয়ে বহু পিটিশন জমা পড়েছে। অভিযোগ, তাণ্ডব ওয়েব সিরিজে ভগবান শিব এবং ভগবান শ্রী রামকে অপমান করা হয়েছে।
তাণ্ডব ওয়েব সিরিজ নিষিদ্ধের দাবি জানিয়ে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে চিঠি দিয়েছেন বিজেপি নেতা কপিল মিশ্র। পাশাপাশি, বিজেপি বিধায়ক রাম কদমও সবর হয়েছেন। দেশের নানা প্রান্তের থানায় তাণ্ডব ওয়েব সিরিজের পরিচালক আলি আব্বাস জাফর, লেখক গৌরব সোলাঙ্কি, প্রযোজক হিমাংশু কৃষ্ণা মেহরা এবং আমাজন প্রাইম ভিডিওর ভারতের প্রধান অপর্ণা পুরোহিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।


