Friday, March 29, 2024
আন্তর্জাতিক

দাড়ি কামানোকে ইসলামবিরোধী বলে সেলুন গুড়িয়ে দিল কট্টরপন্থী ইসলামী গোষ্ঠী

ইসলামাবাদ: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের নাপিতদের কাছে এক অদ্ভূত নির্দেশ পাঠিয়েছে একটি কট্টরপন্থী ইসলামী গোষ্ঠী। এখন থেকে নাপিতরা আর কারও দাড়ি কামাতে পারবে না বলে নির্দেশ জারি করেছে তারা।

খাইবার পাখতুনখোয়া পাকিস্তানের সবচেয়ে রক্ষণশীল অঞ্চলগুলোর একটি।

কট্টরপন্থী একটি ইসলামী গোষ্ঠী সেখানে নাপিতদের কাছে যে প্রচারপত্র পাঠিয়েছে, তাতে দাড়ি কামানো ইসলাম বিরোধী বলে সতর্ক করে দেয়া হয়েছে।

শুধু দাড়ি কামানো নয়, দাড়ি ছাঁটার বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছে তারা। ফ্রেঞ্চ স্টাইল বা পাশ্চাত্যে জনপ্রিয় এরকম স্টাইলে দাড়ি কাটাকেও অনৈসলামিক বলে বর্ণনা করছে এই গোষ্ঠী।

হাল ফ্যাশনের দাড়ি রাখাও নিষিদ্ধ করেছে জঙ্গিরা

খাইবার পাখতুনখোয়া থেকে পাওয়া খভরে বলা হচ্ছে, যেসব সেলুন এই নির্দেশ মানেনি, সেগুলোতে ভাংচুর করা হয়েছে।

খাইবার পাখতুনখোয়াতে আগেও নাপিতরা এরকম হুমকির শিকার হয়েছেন দাড়ি কামানো নিয়ে।

পাকিস্তানি সেনাবাহিনি খাইবার পাখতুনখোয়া থেকে জঙ্গিদের হটাতে দীর্ঘদিন ধরে লড়াই করেছে। এই অঞ্চলটি জঙ্গিদের দখলমুক্ত হওয়ার পর স্টাইল করে দাড়ি ছাঁটা বা দাড়ি কামানো আবার জনপ্রিয় হতে শুরু করে। বিবিসি