Wednesday, November 19, 2025
Latestআন্তর্জাতিক

আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হলো পাকিস্তানের, ‘তালিবানরা ভারতের হাতের পুতুল!’, দাবি ইসলামাবাদের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের বিরুদ্ধে ফের আফগানিস্তানকে মদতের অভিযোগ তুললো পাকিস্তান। তুরস্কে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার দায় চাপালো নয়াদিল্লির ঘাড়ে। তুরস্কে পাকিস্তান-আফগানিস্তান শান্তি বৈঠক ভেস্তে গেছে। এ বিষয়ে পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের অভিযোগ, “আফগানিস্তান ভারতের হাতের পুতুলে পরিণত হয়েছে।” তার দাবি, নয়াদিল্লির মদতেই কাবুল শেষ মুহূর্তে আলোচনায় বাধা দিচ্ছে এবং সীমান্তে অশান্তি জিইয়ে রাখছে।

মঙ্গলবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে খোয়াজা আসিফ বলেন, “কাবুলের মানুষ নয়াদিল্লির নির্দেশে নাচছে। আফগানিস্তানকে ঢাল হিসেবে ব্যবহার করে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সীমিত পর্যায়ের যুদ্ধ চালাচ্ছে।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি কাবুল ইসলামাবাদের দিকে চোখ তুলে তাকায়, তবে সেই চোখ উপড়ে ফেলা হবে।”

টিটিপি ও সীমান্ত সংঘর্ষের ছায়া

পাকিস্তানে দীর্ঘদিন ধরে সক্রিয় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। ইসলামাবাদের দাবি, আফগানিস্তানের তালিবান সরকারের মদতেই টিটিপি পাকিস্তানের মাটিতে সন্ত্রাস চালায়। কাবুল এবং নয়াদিল্লি দু’পক্ষই এই অভিযোগ বারবার অস্বীকার করেছে।

চলতি মাসের শুরুতে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে টিটিপি-ঘটিত সংঘর্ষে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। আফগানিস্তানের কাবুলে পাকিস্তানের বিমান হামলা এবং তার জবাবে তালিবান বাহিনীর পাল্টা আঘাতে সীমান্ত প্রায় যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। পরে অস্থায়ী যুদ্ধবিরতি হলেও সম্পর্ক তলানিতেই থেকে যায়।

কাতারের দোহা থেকে তুরস্ক — ব্যর্থ দুই দফার বৈঠক

সম্পর্কের বরফ গলাতে গত ১৮ অক্টোবর কাতারের দোহায় বসেছিল প্রথম দফার শান্তি বৈঠক। নেতৃত্বে ছিলেন আফগান প্রতিরক্ষামন্ত্রী মৌলবি মহম্মদ ইয়াকুব মুজাহিদ এবং পাকিস্তানের খোয়াজা আসিফ। কিন্তু দীর্ঘ আলোচনা সত্ত্বেও কোনও রফাসূত্রে পৌঁছানো যায়নি।

সীমান্তে শান্তি ফেরাতে গত শনিবার থেকে তুরস্কে শুরু হয় দ্বিতীয় দফার বৈঠক, যেখানে মধ্যস্থতা করে তুরস্ক ও কাতার। কিন্তু শেষ পর্যন্ত সেই বৈঠকও ব্যর্থ হয়। আর এর দায় এবার ভারতের ঘাড়ে চাপিয়েছে ইসলামাবাদ।

ভারত ও আফগানিস্তানের সম্পর্ক ইসলামাবাদের চোখের কাঁটা

বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত উত্তেজনা দক্ষিণ এশিয়ায় নতুন ভূ-রাজনৈতিক সমীকরণ তৈরি করছে। ভারত ও আফগানিস্তানের সম্পর্ক দীর্ঘদিন ধরেই ইসলামাবাদের চোখে কাঁটা। তাই শান্তি আলোচনা ভেস্তে যাওয়া বা সীমান্ত সংঘর্ষে ভারতের নাম জড়ানো পাকিস্তানের এক রাজনৈতিক কৌশল বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

তবে কাবুল বা নয়াদিল্লি— কোনও পক্ষই এখনও পর্যন্ত খোয়াজা আসিফের এই মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। PTI