Wednesday, November 19, 2025
Latestআন্তর্জাতিক

জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর চিনের ওপর শুল্ক কমানোর ঘোষণা ট্রাম্পের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দক্ষিণ কোরিয়ার বুসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বহুল প্রত্যাশিত বৈঠক অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই বৈঠককে ‘অসাধারণ’ বলে অভিহিত করেছেন ট্রাম্প। তিনি বলেন, “এটা ছিল এক অসাধারণ বৈঠক। শি জিনপিং একজন মহান নেতা।”

গত কয়েক মাস ধরে শুল্কযুদ্ধ, বিরল খনিজ আহরণ এবং প্রযুক্তি খাতে প্রতিযোগিতার কারণে দুই অর্থনৈতিক পরাশক্তির মধ্যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছিল। সেই প্রেক্ষিতে বুসানের এই বৈঠক বিশ্বজুড়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল।

বৈঠক শেষে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র চিনা পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক অবিলম্বে কমাবে। পাশাপাশি চীনকে আধুনিক কম্পিউটার চিপ আমদানির সুযোগ দেওয়া হবে।

অন্যদিকে, চিন বিরল খনিজ রপ্তানিতে যে নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিয়েছিল, সেটি আর কার্যকর হবে না বলে দাবি করেন তিনি। যদিও বেইজিং এখনো আনুষ্ঠানিকভাবে সে বিষয়ে কিছু জানায়নি।

চিনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দুই দেশের শীর্ষ নেতারা বড় বাণিজ্য ইস্যুগুলিতে ঐকমত্যে পৌঁছেছেন এবং উভয় পক্ষ এমন সমাধানের পথে কাজ করবে যা দুই অর্থনীতির জন্য ‘আশ্বাসজনক ভবিষ্যৎ’ তৈরি করবে।

ট্রাম্প আরও জানান, চিন শিগগিরই বিপুল পরিমাণ মার্কিন সয়াবিন আমদানি শুরু করবে এবং ইউক্রেন যুদ্ধের সমাধানে যুক্তরাষ্ট্র ও চিন একসঙ্গে কাজ করবে। তবে আলোচনায় তাইওয়ান ইস্যু উত্থাপিত হয়নি।

প্রসঙ্গত, জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর এটাই ট্রাম্পের সঙ্গে শি জিনপিংয়ের প্রথম মুখোমুখি বৈঠক। বৈঠকের পর ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি আগামী এপ্রিল মাসে চিন সফর করবেন, আর পরবর্তীতে শি জিনপিং যুক্তরাষ্ট্র সফরে যাবেন।

বিশ্লেষকদের মতে, বুসানের এই বৈঠক সাম্প্রতিক মার্কিন-চিন সম্পর্কের উত্তাপ কিছুটা প্রশমিত করতে পারে। তবে ঘোষিত অঙ্গীকারগুলো বাস্তবায়নেই এখন চোখ থাকবেBBC