Wednesday, November 19, 2025
Latestদেশ

ছত্তিশগড়ে অস্ত্র-সহ আত্মসমর্পন করলো আরও ৫১ জন মাওবাদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ছত্তিশগড়ে মাওবাদ দমন অভিযানে উল্লেখযোগ্য সাফল্য। বুধবার বিজাপুরে অস্ত্র-সহ আত্মসমর্পণ করলেন আরও ৫১ জন মাওবাদী। যাদের মধ্যে ২০ জনের সম্মিলিতভাবে মাথার দাম ছিল প্রায় ৬৬ লক্ষ টাকা। আত্মসমর্পণকারীদের মধ্যে ৯ জন মহিলা মাওবাদী।

আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে নিষিদ্ধ সংগঠন পিপলস লিবারেশন গেরিলা আর্মি (PLGA)-র ব্যাটালিয়ন নম্বর ১ এবং কোম্পানি নম্বর ১, ২ ও ৫-এর সদস্যরা রয়েছেন। এছাড়া এদের মধ্যে রয়েছে এলাকার কমিটি ও প্লাটুনের ৭ জন সদস্য, এলওএস গ্রুপের তিনজন সদস্য, একজন মিলিশিয়া প্লাটুন কমান্ডার, ১৪ জন মিলিশিয়া প্লাটুন সদস্য এবং ২০ জন নিম্নস্তরের সদস্য। পুলিশ জানিয়েছে, ‘নৃশংস’ ও ‘আমানবিক’ মাওবাদী আদর্শে আস্থা হারিয়ে মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এরা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি ঘোষণা করেছিলেন, ২০২৬ সালের মার্চের মধ্যেই ভারত থেকে মাওবাদ পুরোপুরি নির্মূল করা হবে। সেই লক্ষ্য পূরণে জোরকদমে চলছে অভিযান। চলতি মাসেই ছত্তিশগড় ও মহারাষ্ট্রে একযোগে আত্মসমর্পণ করেছেন ২৫৮ জন মাওবাদী। শাহ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ‘যারা হিংসার পথ ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরছেন, তাদের স্বাগত। কিন্তু যারা এখনও বন্দুক তুলবে, তাদের নিরাপত্তা বাহিনীর শক্তির মুখোমুখি হতে হবে।’

মাওবাদীদের আত্মসমর্পণে উৎসাহ দিতে ছত্তিশগড় সরকার সম্প্রতি সংশোধন এনেছে ‘নকশাল আত্মসমর্পণ ও আক্রান্তদের পুনর্বাসন নীতি ২০২৫’-এ। নতুন নীতিতে আত্মসমর্পণকারীদের পুনর্বাসন, চাকরি, আর্থিক পুরস্কার ও আইনি সুরক্ষার পাশাপাশি পরিবারের ভবিষ্যৎ সুরক্ষারও ব্যবস্থা রয়েছে।

উচ্চপদস্থ মাওবাদী নেতা — যেমন রাজ্য কমিটি, আঞ্চলিক কমিটি, কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরো সদস্যদের — জন্য এককালীন ৫ লাখ টাকা অনুদান ঘোষণা করা হয়েছে। লাইট মেশিনগান-সহ আত্মসমর্পণ করলে মিলবে অতিরিক্ত ৫ লাখ টাকার পুরস্কার। একই ইউনিটের ৮০ শতাংশ সদস্য একসঙ্গে অস্ত্র ত্যাগ করলে পুরস্কারের পরিমাণ হবে দ্বিগুণ। পুনর্বাসনের আওতায় আত্মসমর্পণকারীদের সন্তানদের শিক্ষায় সহায়তা ও সরকারি চাকরির সুযোগও দেওয়া হচ্ছে।

রাজ্য পুলিশের মতে, এই আত্মসমর্পণ প্রমাণ করছে যে জঙ্গি সংগঠনের ভিত ধীরে ধীরে দুর্বল হচ্ছে এবং ক্রমশই মূলস্রোতে ফেরার পথ বেছে নিচ্ছেন। নিরাপত্তা বাহিনীর মতে, এটি মাওবাদ দমন অভিযানের এক বড় মাইলফলক। 

তথ্যসূত্র: PTI