Saturday, July 27, 2024
দেশ

কাশ্মীরে পাকিস্তানি ড্রোন গুলি করে নামাল বিএসএফ

শ্রীনগর: শনিবার সকালে জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী এলাকা কাঠুয়ায় একটি পাকিস্তানি ড্রোন গুলি করে নামাল সীমান্তরক্ষী বাহিনী (BSF)। সেনা সূত্রে খবর, জঙ্গিদের অস্ত্র জোগানোর জন্য ওই পাকিস্তানি ড্রোনটি আকাশে উড়ছিল।

কাঠুয়া পুলিশ কন্ট্রোল রুমের অধিকর্তা জানিয়েছেন, সকাল ৫.১০ নাগাদ হিরানগর সেক্টরে পাকিস্তানি ড্রোনটি উড়ছিল। একজন বিএসএফ প্যাট্রোল ড্রোনটিকে গুলি করে নামান। মাঠে গিয়ে পড়ে ড্রোনটি।

পাকিস্তানি ওই ড্রোনটি থেকে একটি মার্কিন এম-৪ রাইফেল, দু’টি ম্যাগাজিন ও প্রচুর গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি জম্মুতে নিহত হওয়া এক জইশ জঙ্গির কাছ থেকেও এই ধরনের অস্ত্রশস্ত্র পাওয়া গিয়েছিল।

পুলিশ জানিয়েছে, ড্রোনটিতে জঙ্গিদের জন্যই অস্ত্র পাঠানো হয়েছিল। পাক ড্রোনের পে-লোডেই লেখা রয়েছে জঙ্গির নাম- আলি ভাই। সে জইশ-ই-মহম্মদের সদস্য।

এক পুলিশকর্তা জানান, ড্রোনটি চওড়ায় ৮ ফুটের। কাঠুয়া সেক্টরের পানেসরে বিএসএফ-এর চৌকির ঠিক উল্টো দিকে থাকা একটি পাকিস্তানি পকেট থেকে ড্রোনটি ছোড়া হয়েছিল বলে অনুমান করা হচ্ছে।