Friday, April 26, 2024
আন্তর্জাতিক

ইরানে ফের ৪.২ মাত্রার ভূমিকম্প, নিহত ১

ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে শক্তিশালী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই তেহরান থেকে ৫০ কিলোমিটার পশ্চিমে ৪ দশমিক ২ মাত্রার একটি কম্পন অনুভূত হয়েছে। এতে এক ব্যক্তি নিহত ও ৫৬ জন আহত হয়েছেন।

ভূমিকম্পের সময় তাড়াহুড়ো করে ঘর থেকে বেরোতে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। আহতদের বেশিরভাগকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।

ভূতাত্ত্বিকভাবে মেজর ফল্ট লাইনের ওপর অবস্থিত হওয়ায় ইরান পৃথিবীর অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকা। ২০০৩ সালে দেশটিতে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে অন্তত ৩১ হাজার মানুষের মৃত্যু হয়। মাটিতে মিলে যায় প্রাচীন শহর বাম। বিশ্বের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোর মধ্যে ইরান একটি।