ইতিহাসের আয়নায় 24 সেপ্টেম্বর
ইতিহাসে 24 সেপ্টেম্বর
1534- চতুর্থ শিখ গুরু রাম দাস জন্মগ্রহণ করেন।

1726- ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা, মাদ্রাজ ও বোম্বাইয়ে মিউনিসিপ্যাল কর্পোরেশন মেয়র কোর্ট স্থাপনের অনুমতি পায়।
1789- মার্কিন যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্ট সৃষ্টি হয়।
1789- যুক্তরাজ্যে ডাক ব্যবস্থার সূচনা।
1860- ফরায়েজি আন্দোলনের নেতা পীর মুহসীনউদ্দীন দুদু মিয়া মৃত্যুবরণ করেন।

1898- নোবেল বিজয়ী অস্ট্রেলীয় জীববিজ্ঞানী হাওয়ার্ড ফ্লোরি জন্মগ্রহন করেন।

1924- রবীন্দ্র সাহিত্যের অনুবাদক উইলিয়াম পিয়ারসন মৃত্যুবরণ করেন।

1925- কল্লোল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক গোকুলচন্দ্র নাগ মৃত্যুবরণ করেন।

1932- বাংলার প্রথম বিপ্লবী মহিলা প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ শেষে দেশের জন্য আত্মদানের আহবান রেখে আত্মহত্যা করেন।

1948- হোন্ডা কম্পানি প্রতিষ্ঠিত হয়।
1950- ক্রিকেটার মহিন্দর অমরনাথ জন্মগ্রহন করেন।

1968- সুইজারল্যান্ড জাতিসংঘে যোগদান করে।
2007- ভারতীয় ক্রিকেট দল টি২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে পরাজিত করে বিশ্বচ্যাম্পিয়ন হয়।