ইতিহাসের আয়নায় 16 অক্টোবর
ইতিহাসে আজকের এই দিনে
আজ বিশ্ব খাদ্য দিবস ৷
1355- সিসিলির রাজা লুইস মৃত্যুবরণ করেন।
1430- স্কটল্যান্ডের রাজা দ্বিতীয় জেমস জন্মগ্রহণ করেন।

1710- ব্রিটিশ সৈন্যরা পোর্ট রয়্যাল দখল করে।
1757- অস্ট্রিয়ার সৈন্যরা বার্লিন দখল করে।
1829- আমেরিকার প্রথম আধুনিক ট্রিমোন্ট হোটেল উদ্বোধন করা হয়।
1834- আগুনে লন্ডন পার্লামেন্টের অনেক মূল্যবান দলিল পুড়ে যায়।
1854- ব্রিটিশ নাট্যকার, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক অস্কার ওয়াইল্ড জন্মগ্রহণ করেন।

1867- আলাস্কা গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে।
1888- সাহিত্যে নোবেলজয়ী (1936) মার্কিন নাট্যকার ইউজীন ও’নীল জন্মগ্রহণ করেন।

1905- কার্জন প্রথম বঙ্গভঙ্গ কার্যকর করলে পূর্ববঙ্গের জন্ম হয় এবং সারা বাংলায় এর বিরুদ্ধে প্রতিবাদ হয়।
1905- স্বদেশী আন্দোলনের প্রাণকেন্দ্র কলকাতার ফেডারেশন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আনন্দমোহন বসু।

1915- রাজকীয় ব্রিটেন বুলগেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
1923- ওয়াল্ট ডিজনি ও তাঁর ভাই ডিজনি মিলে দি ওয়াল্ট ডিজনি কোম্পানি প্রতিষ্ঠা করেন।


1927- নোবেলজয়ী (1999) জার্মান লেখক গুন্টার গ্রাস জন্মগ্রহণ করেন।

1934- চীনে চিয়াং কাই শেকের বিরুদ্ধে এক লক্ষ সেনাসহ মাও সেতুংয়ের ৯ হাজার মাইল লং মার্চ করে।

1943- বাংলায় ঘূর্ণিঝড়ে ও জলোচ্ছ্বাসে ৪০ হাজার লোকের জীবনাবসান ঘটে।
1945- কুইবেক ও কানাডায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা প্রতিষ্ঠিত হয়।
1949- চীন ও মঙ্গোলিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
1951- পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান আততায়ীর গুলিতে নিহত হন।

1956- কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেন।

1994- সাহিত্যিক গজেন্দ্রকুমার মিত্র মৃত্যুবরণ করেন।
