ইতিহাসের আয়নায় 10 অক্টোবর
আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস।
1756- লর্ড রবার্ট কাইভ মাদ্রাজ থেকে ৫টি যুদ্ধজাহাজে ৯০০ সৈন্য নিয়ে কলকাতা দখলের জন্য যাত্রা করে।
1813- ইতালীয় সুরকার জুসেপ্পে ভের্দি জন্মগ্রহন করেন।

1830- স্পেনের রানী দ্বিতীয় ইসাবেলা জন্মগ্রহন করেন।

1902- হল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক আদালতের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
1911- চীনে দু হাজার বছরের রাজতন্ত্রের অবসান ঘটে।
1913- পানামা খালের গাম্বোয়া বাধ ভেঙে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর একাকার হয়ে যায়।
1916- কবি সমর সেন জন্মগ্রহন করেন।

1917- জার্মানির বিরুদ্ধে ব্রাজিলের যুদ্ধ ঘোষণা করে।
1930- ইংরেজ নাট্যকার হ্যারল্ড পিন্টার জন্মগ্রহন করেন।

1932- সোভিয়েত ইউনিয়নের নেভা নদীর উপর লেনিন জলবিদ্যুৎ প্রকল্প চালু হয়।
1942- কবি কাজী নজরুল ইসলাম মস্তিক ব্যাধিতে আক্রান্ত (মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি আর সুস্থ হননি) হন।

1943- চিয়াং কাই শেক চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

1956- মাদ্রাজ থেকে লর্ড ক্রাইভের কলকাতা দখল অভিযানের যাত্রা শুরু হয়।
1959- আজেন্টিনায় গৃহযুদ্ধ শুরু হয়।
1964- এশিয়ার প্রথম টোকিও অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়।
1967- প্রায় ১০০ দেশের মধ্যে মহাশূন্য চুক্তি স্বাক্ষর হয়।
1970- দক্ষিণ পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপ দেশ ফিজি দ্বীপপুঞ্জ ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
1992- এই দিন থেকে ‘ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ’ পালন করা হচ্ছে।
2000- শ্রীলংকার প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দরনায়েক মৃত্যুবরণ করেন।

2004- মার্কিন চলচ্চিত্রাভিনেতা ক্রিস্টোফার রীভ মৃত্যুবরণ করেন। তিনি সুপারম্যান চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন।

2011- ভারতীয় উপমহাদেশের অন্যতম গজল গায়ক জগজিৎ সিং মৃত্যুবরণ করেন।
