Friday, April 26, 2024
শিক্ষাঙ্গন

ইতিহাসের আয়নায় 08 সেপ্টেম্বর

আজ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস

1588- ফরাসি ধর্মযাজক, দার্শনিক, গণিতবিদ ও সঙ্গীতজ্ঞ মারাঁ মের্সেন জন্মগ্রহন করেন।

মারাঁ মের্সেন

1767- জার্মান কবি, অনুবাদক ও সমালোচক আউগুস্ট ভিলহেল্ম ফন শ্লেগেল জন্মগ্রহন করেন।

আউগুস্ট ভিলহেল্ম ফন শ্লেগেল

1830- নোবেলজয়ী (1904) ফরাসি কবি ফ্রেদেরিক মিস্ত্রাল জন্মগ্রহন করেন।

ফ্রেদেরিক মিস্ত্রাল

1892- বিখ্যাত বাঙালি রাজনীতিবিদ ও আইনজীবী হোসেন শহীদ সোহরাওয়ার্দী জন্মগ্রহন করেন।

হোসেন শহীদ সোহরাওয়ার্দী

1926- স্বনামধন্য ভারতীয় কন্ঠ সঙ্গীত শিল্পী ভুপেন হাজারিকা জন্মগ্রহন করেন।

ভুপেন হাজারিকা

1933- ভারতীয় গায়িকা আশা ভোঁসলে জন্মগ্রহন করেন।

আশা ভোঁসলে

1962- চীন-ভারত সীমান্ত সংঘর্ষ শুরু হয়।