‘ছেঁড়া জিন্স, মিনি স্কার্ট পরে মন্দিরে প্রবেশ করা যাবে না’, উত্তরপ্রদেশের মন্দিরে পোশাকবিধি জারি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মন্দির প্রার্থনার জায়গা। তাই মন্দিরের পোশাকবিধি হওয়া উচিত মার্জিত। এমনটাই জানিয়ে নোটিশ জারি করলো উত্তরপ্রদেশের বুন্দেলশহরের ঔরঙ্গাবাদ নগরের নাগেশ্বর মহাদেব মন্দির।
নোটিশে বলা হয়েছে, সকল নারী এবং পুরুষকে মন্দিরে সম্পূর্ণ পোশাক পরে আসতে হবে। ছোট পোশাক, হাফ প্যান্ট, বারমুডা, মিনি স্কার্ট, ছেঁড়া জিন্স পরে এলে মন্দিরে ঢুকতে দেওয়া হবে না। তাদের বাইরে থেকেই বিগ্রহ দর্শন করতে হবে।’’
এ প্রসঙ্গে মন্দিরের পুরোহিত কুলদীপ শাস্ত্রী বলেছেন, ‘‘যদি মন্দিরে কোনও মহিলা বা পুরুষ অভদ্র বা খোলামেলা পোশাক পরে আসেন, তা
হলে অন্য পুণ্যার্থীদের মনোযোগ নষ্ট হয়। তাঁদের নজর মন্দিরের বিগ্রহের দিক থেকে অন্য দিকে ঘুরে যায়। তাই পোশাকবিধি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।”
উল্লেখ্য, এটাই প্রথম নয়, এর আগেও দেশের একাধিক মন্দিরে পোশাকবিধি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। শালীন পোশাক পরে যেতে বলা হয়েছে।