Wednesday, October 9, 2024
দেশ

মুসলিম ব্যবসায়ীদের এলাকায় প্রবেশ নিষেধ, হরিয়ানার ৫০টি পঞ্চায়েতের তরফে নোটিশ জারি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে পাথর ছোঁড়ার ঘটনায় অশান্তি ছড়িয়ে পড়ে হরিয়ানার লুহ শহরে। গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্রের রূপ নেয় গোটা এলাকা। দফায় দফায় সংঘর্ষে নিহত হয়েছেন কমপক্ষে ৬ জন। এবার হরিয়ানার ৫০টি পঞ্চায়েতের তরফে জারি করা নোটিশকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক ছড়িয়েছে।

দিয়কয়েক আগে ৫০টি পঞ্চায়য়েতের তরফে নোটিশে বলা হয়েছে, ‘অশান্ত এলাকাগুলিতে মুসলিম ব্যবসায়ীদের প্রবেশ করতে পারবেন না। মুসলিম নাগরিকদের পুলিশের কাছে অতি দ্রুত পরিচয়পত্র জমা দিতে হবে। অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, রেওয়ারি, মহেন্দরগড় এবং ঝাঁঝর জেলায় অবস্থিত এই ৫০টি পঞ্চায়েত। এই ৩ জেলার অধিকাংশ গ্রামে সংখ্যালঘু নাগরিকের সংখ্যা হাতে গোনা। গত তিন থেকে চার প্রজন্ম ধরে বসবাস করে আসছেন তারা। 

বিতর্কিত এই নোটিশ জারি প্রসঙ্গে মহেন্দরগড়ের জেলাশাসকের মনোজ কুমার বলেছেন, “এই ধরনের নোটিশ জারি বেআইনি। আমি হাতে পাইনি। তবে সোশ্যাল মিডিয়ায় দেখেছি। ওই পঞ্চায়েতগুলিকে শোকজ নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছি।”

মনোজ কুমার বলেন, “গ্রামগুলিতে ২ শতাংশের কম সংখ্যালঘুর বাস। সকলে মিলেমিশে শান্তিতে বসবাস করেন। এই ধরনের নোটিশের ফলে এলাকার শান্তি বিঘ্নিত হতে পারে।” 

জানা যায়, অশান্তির মধ্যেই মহেন্দরগড়ের সাইদপুরে একাধিক চুরির ঘটনা ঘটে। নুহতে অশান্তির পরে এলাকায় বাইরের লোক ঢুকছে। তাই ১ আগস্ট পঞ্চায়েতের একটি বৈঠকে গ্রামে শান্তি বজায় রাখতে মুসলিমদের এলাকায় ঢুকতে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে সেই নোটিশ প্রত্যাহার করা হয়েছে বলেও জানিয়েছেন সাইদপুরের পঞ্চায়েত প্রধান।