Friday, April 19, 2024
দেশ

২০৪৭ সালের মধ্যেই ভারতে ইসলামি শাসন জারির টার্গেট, PFI নেতাদের বিরুদ্ধে চার্জশিট পেশ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) এর ১৯ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে। দেশে ইসলামি শাসন প্রতিষ্ঠার লক্ষ্য ছিল সংগঠনটির। উল্লেখ্য, গত বছরই মুসলিম মৌলবাদী সংগঠন PFI-কে নিষিদ্ধ করেছিল কেন্দ্র।

শনিবার দিল্লির মামলায় চার্জশিট দাখিল করায় এনআইএ দ্বারা সারা দেশে পিএফআই মামলায় অভিযুক্তদের মোট চার্জশিটের সংখ্যা ১০৫ এ দাঁড়িয়েছে।

NIA সূত্রে খবর, PFI দেশকে সাম্প্রদায়িক ভিত্তিতে বিভক্ত করার জন্য একটি অপরাধমূলক ষড়যন্ত্র করেছিল। এটাও প্রকাশ্যে এসেছে যে ষড়যন্ত্রের চূড়ান্ত উদ্দেশ্য ছিল ধর্মনিরপেক্ষতার বিদ্যমান ব্যবস্থাকে উৎখাত করা। এবং ভারতে গণতান্ত্রিক শাসন এবং ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি ইসলামিক খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

পিএফআই মুসলিম যুবকদের উগ্রপন্থী এবং নিয়োগের মাধ্যমে সশস্ত্র সংগ্রাম চালানোর জন্য একটি সুপরিকল্পিত কৌশল তৈরি করেছিল।

২০২২ সালের সেপ্টেম্বরে ইউএপিএ আইনের অধীনে PFI-কে ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।