Sunday, September 15, 2024
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসে ‘হিন্দুদের দোষী’ বলে প্রতিবেদন, নেটিজেনদের রোষের মুখে শিরোনাম সংশোধন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশের এই পরিস্থিতির জন্য কূটনৈতিক মহলের একাংশ আমেরিকার হাত রয়েছে বলে মনে করছে। এই পরিস্থিতিতে প্রভাবশালী মার্কিন পত্রিকার একপেশে প্রতিবেদনে রীতিমতো ক্ষেপে উঠলো নেটিজেনরা। ‘প্রধানমন্ত্রীর বিদায়ের পরে বাংলাদেশে হিন্দুদের উপরে প্রতিশোধমূলক হামলা চালানো হচ্ছে’- শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল নিউ ইয়র্ক টাইমস। বিতর্কিত একপেশে শিরোনামের জন্য নেটিজেনদের প্রবল রোষের মুখে পড়ে তড়িঘড়ি ভুল শুধরে নেয় নিউ ইয়র্ক টাইমস। 

তবে অন্য সময় নিউ ইয়র্ক টাইমস কোনও ভুল শুধরে নিলে সংশ্লিষ্ট প্রতিবেদনের নিচে সেটার উল্লেখ করা হয়ে থাকে। কিন্তু এবার সেটা করেনি। চুপচাপ ‘প্রতিশোধমূলক’ শব্দটা বাদ দিয়ে দেওয়া হয় শিরোনাম থেকে। এটা নিয়েও নেটিজেনরা ক্ষোভ উগরে দিয়েছেন।

নেটিজেনদের বক্তব্য, ‘প্রতিশোধমূলক’ শব্দের মাধ্যমে বোঝানো হচ্ছিল- আসলে বাংলাদেশি হিন্দুরাই দোষী। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন সংখ্যাগুরুদের উপরে হামলা চালাতেন হিন্দুরা। আর এখন হাসিনার জমানা শেষ হতেই হিন্দুদের উপরে পালটা হামলা চালাচ্ছেন সংখ্যাগুরুরা। নেওয়া হচ্ছে ‘প্রতিশোধ’।

নেটিজেনদের আরেকজন বলেছেন, ‘খবরের আড়ালে এরা হিন্দু বিদ্বেষী প্রোপাগান্ডাই ছড়িয়ে থাকে।’