Sunday, September 15, 2024
দেশ

‘পুরসভা, গোটা একটা গ্রামকে ওয়াকফ বোর্ড নিজেদের সম্পত্তি বলে ঘোষণা করেছে, ভাবুন’, বাড়বাড়ন্ত রুখতে বিল আনছে মোদী সরকার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ওয়াকফ বোর্ডের ক্ষমতায় রাশ টানতে এবার বিল আনলো মোদী সরকার। সংসদে ওয়াকফ (সংশোধনী) বিল পেশ করলেন কিরেণ রিজিজু। বিলের স্বপক্ষে কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু বলেন, ‘সুরাট পুরনিগমের সদর দফতরকে ওয়াকফ বোর্ড নিজেদের সম্পত্তি বলে ঘোষণা করেছে। ভাবতে পারেন? এটা কিভাবে হতে পারে?’

কিরেণ রিজিজু প্রশ্ন করেন, ‘আমি বৌদ্ধ। আমি হিন্দু বা মুসলিম নই। কিন্তু আমি সব ধর্মকে সম্মান করি। এই বিলকে একেবারেই ধর্মীয় বিষয় হিসেবে দেখি না। কোনও পুরনিগম কি কারও ব্যক্তিগত সম্পত্তি হতে পারে? কিভাবে পুরনিগমের সম্পত্তিকে ওয়াকফ বোর্ড নিজেদের সম্পত্তি হিসেবে ঘোষণা করতে পারে?’

রিজিজু বলেন, ‘তামিলানাড়ুতে তিরুচিলাপল্লি জেলায় ১,৫০০ বছরের পুরনো সুন্দরেশ্বর মন্দির আছে। সেখানকার এক ব্যক্তি সম্পত্তি বিক্রি করতে চাইছিলেন। কিন্তু তাঁকে বলা হয়- ওই তাঁর গ্রাম নাকি ওয়াকফ বোর্ডের সম্পত্তি হয়ে গিয়েছে। ভাবুন তো বিষয়টা। পুরো গ্রামকে ওয়াকফ বোর্ড নিজেদের সম্পত্তি হিসেবে ঘোষণা করে দিয়েছে। এখানে ধর্ম দেখবেন না।’

রিজিজু জানান, ‘ওয়াকফ বোর্ডের ক্ষমতা মুষ্টিমেয় কিছু লোক নিজেদের হাতে রেখে দিয়েছেন। সাধারণ মুসলিমরা ন্যায়বিচার পান না। তবে তাঁর পেশ করা বিলে শিয়া, সুন্নি, বোহরা-সহ মুসলিমদের পিছিয়ে পড়ার শ্রেণির প্রতিনিধিরাও থাকবেন। বছরের পর বছর ধরে একাধিক অনুসন্ধান রিপোর্টের ভিত্তিতে, লাখ লাখ মানুষের সঙ্গে আলোচনা করে বিল তৈরি করা হয়েছে।’