Sunday, September 15, 2024
দেশ

এবার দিল্লির ঔরঙ্গজেব লেনের নাম পরিবর্তন করে ‘ডঃ এ পি জে আব্দুল কালাম লেন’ করা হলো

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের নামবদল। এবার দিল্লির ঔরঙ্গজেব (Aurangzeb) লেনের নাম বদলে ডঃ এ পি জে আব্দুল কালাম লেন করা হলো। বুধবার এই বিষয়ে চূড়ান্ত সিলমোহর পড়েছে।

২০১৫ সালেই রাজধানীর ঔরঙ্গজেব রোডের নাম বদলে ডঃ এ পি জে আব্দুল কালাম রোড করা হয়েছিল। তবে ওই আব্দুল কালাম রোড এবং পৃথ্বীরাজ রোডের সংযোগকারী রাস্তাটির নাম ছিল ঔরঙ্গজেব লেন। সেটাও এবার বদলে ফেলা হলো। নয়াদিল্লি পুর পরিষদের (NDMC) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নয়াদিল্লি পুর পরিষদের (NDMC) ভাইস-চেয়ারম্যান সতীশ উপাধ্যায় জানিয়েছেন, নয়াদিল্লি মিউনিসিপ্যাল অ্যাক্ট, ১৯৯৪-এর ২৩১ (১) (এ)-এর অধীনে এনডিএমসি এলাকার অধীনে থাকা ঔরঙ্গজেব লেনের নাম পরিবর্তন করে ‘ডঃ এ.পি.জে. আবদুল কালাম লেন’ করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, ‘ঔরঙ্গজেব লেনের নাম পরিবর্তন করে ডঃ এ. পি.জে. আব্দুল কালাম লেন করার অনুমোদন দিয়েছে কাউন্সিল। জনগণের অনুভূতিকে সম্মান জানিয়ে, আমাদের দেশের মহান ঔষধ পুরুষ ও নারীদের স্বীকৃতি ও সম্মান জানানোর প্রয়োজনে রাস্তা, প্রতিষ্ঠানগুলির পুনঃনামকরণ করা হয়েছে।’