Sunday, September 15, 2024
কলকাতা

ইডি দফতরে হাজিরা দিলেন সায়নী, বললেন ‘তদন্তে ১০০% সহযোগিতা করব’

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সমস্ত জল্পনা উড়িয়ে ইডির তলবে হাজিরা দিলেন তৃণমূল নেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ। শুক্রবার সকাল ১১ টা ২৩ মিনিট নাগাদ নিয়োগ দুর্নীতি মামলায় ইডির দফতরে পৌঁছে যান তিনি।

এদিন সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় সায়নী ঘোষ বলেন, ‘কোথাও উধাও হয়ে যাননি। আমি পঞ্চায়েত ভোটের প্রচারে ব্যস্ত ছিলাম। আমাকে ৪৮ ঘণ্টার নোটিশে তলব করা হয়েছে। তবুও হাজিরা দিতে এসেছি আমি।’

পাশাপাশি সায়নী আরও বলেন, ‘তদন্তে ১০০ শতাংশ সহযোগিতা করব। তবে প্রতিহিংসা রাজনীতির কারণে আমাকে ডাকা হয়েছে।’