Thursday, December 12, 2024
রাজ্য​

ইয়াস পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, যাবেন পূর্ব মেদিনীপুরে

কলকাতা: ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে লন্ডভন্ড পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল। ভরা কোটাল এবং ঘূর্ণিঝড় ইয়াসের প্রকোপে নদীর জল ঢুকে পড়েছে বিভিন্ন এলাকায়। ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরে কলাইকুণ্ডাতে যেতে পারেন মোদী। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে ইয়াসের ক্ষয়ক্ষতি এবং ও অর্থ বরাদ্দ নিয়ে বৈঠক করবেন তিনি। বৈঠকের পাশাপাশি, মু্খ্যমন্ত্রীকে সাথে নিয়ে আকাশপথে পূর্ব মেদিনীপুরের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যেতে পারেন প্রধানমন্ত্রী। তবে মুখ্যমন্ত্রীর দফতর থেকে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, ইতিমধ্যেই ইয়াস মোকাবিলায় রাজ্যকে ৪০০ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। অন্যদিকে, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশাকে ৬০০ কোটি করে দেওয়া হয়েছে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো।

ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়েছিল পূর্ব ওড়িশা ও পশ্চিমবঙ্গের সামুদ্রিক উপকূলবর্তী এলাকাতে। ভরা কোটালের সঙ্গে ঘূর্ণিঝড়ের কারণে প্রবল জলোচ্ছ্বাস দেখা দেয়। যার ফলে উপকূলবর্তী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।