Sunday, April 21, 2024
দেশ

ফের ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত নাগপুর-মুম্বই দুরন্ত এক্সপ্রেসের ৭টি কামরা

নাগপুর ২৯ আগস্ট: ফের ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত নাগপুর-মুম্বই দুরন্ত এক্সপ্রেসের ৭টি কামরা। দুর্ঘটনায় এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যাইনি। তবে আহত হয়েছেন বেশ কয়েকজন ৷

আজ সকাল ৬টা ৪০ মিনিট নাগাদ ঘটেছে দুর্ঘটনাটি। মহারাষ্ট্রের কল্যাণের কাছে, আসানগাঁও ও ওয়াসিন্ড স্টেশনের মাঝে নাগপুর থেকে মুম্বইগামী ১২২৯০ দুরন্ত এক্সপ্রেসের ৭ টি বগি লাইনচ্যুত হয়। রেললাইন জলের তলায় থাকায় দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।