Saturday, July 27, 2024
আন্তর্জাতিক

ইজরায়েলের নয়া প্রধানমন্ত্রী হলেন নাফতালি বেনেট

জেরুজালেম: মাত্র ১ ভোটের ব্যবধানে জয়ী হয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী হলেন ডানপন্থী জাতীয়তাবাদী জামিনা পার্টির নাফতালি বেনেট। যার ফলে বেঞ্জামিন নেতানিয়াহুর ১২ বছরের শাসনের অবসান ঘটলো। রবিবার সংসদে ভোটাভুটিতে নাফতালি বেনেটের পক্ষে ৬০ এবং বিপক্ষে ৫৯ ভোট পড়ে।

বেনেটকে ক্ষমতায় টিকে থাকতে ডান, বাম ও মধ্যমপন্থী, সব ধারার দল নিয়ে গঠিত জোটকে টিকিয়ে রাখতে হবে। জোটের শর্ত হিসেবে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন বেনেট। এরপর পরবর্তী দুই বছর দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন মধ্যপন্থী ইয়েস আতিদ পার্টির জাইর লাপিদ।

৪৯ বছর বেনেট প্রধানমন্ত্রী পদে শপথ নিয়ে বলেন, তার সরকার জনগণের কল্যাণে কাজ করবে। শিক্ষা ও স্বাস্থ্যখাতের মতো বিষয়গুলি অগ্রাধিকার পাবে। এই নতুন সরকার সব দলকে সাথে নিয়েই দেশের উন্নতির জন্যে কাজ করবে। আমরা গোটা ইজরায়েলের প্রতিনিধিত্ব করব।

রবিবার সংসদে বিতর্ক চলাকালীন ৭১ বছর বয়সী নেতানিয়াহু বলেন, আমরা আবার ফিরে আসব। এই বাজে সরকারকে সরিয়ে ফের দেশের ক্ষমতা দখল করবো আমরা।

উল্লেখ্য, এবার ইসরায়েলের সংসদে ফিলিস্তিনপন্থী রাজনৈতিক দলও রয়েছে। তারা নতুন সরকারের বিরুদ্ধে কথা বলেছেন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র বলেছেন, এটি ইসরায়েলের অভ্যন্তরীণ বিষয়। আমরা আমাদের অবস্থান নিয়ে বরাবরই পরিষ্কার। আমাদের একটাই কথা- ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র, যার রাজধানী হবে জেরুজালেম।