২২ লাখের গাড়ি বিক্রি করে বিনামূল্যে অক্সিজেন বিলি করছেন শাহানওয়াজ
মুম্বাই: অতীতের সব রেকর্ডকে ভেঙে দিয়ে বর্তমানে প্রতিদিন প্রায় আক্রান্তের সংখ্যা তিন লাখের বেশি। আক্রান্তের সংখ্যা এত বেশি হওয়ায় বাড়ছে সক্রিয় রোগীর চাপ। যার ফলে তীব্র সংকট দেখা দিয়েছে অক্সিজেনের। এই পরিস্থিতিতে এগিয়ে এলেন ‘অক্সিজেন ম্যান’ শাহানওয়াজ শেখ (Shahnawaz Shaikh)। নিজের ২২ লাখ টাকা মূল্যের গাড়ি বিক্রি করে বিনামূল্যে অক্সিজেন বিলি (Oxygen Cylinders) করছেন মুম্বাইয়ের (Mumbai) এই যুবক।
জানা যায়, গত বছর শাহনওয়াজের বন্ধুর স্ত্রী করোনার বলি হয়। অটোয় করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অক্সিজেনের অভাবে মৃত্যু হয় ওই মহিলার। এই ঘটনা নাড়িয়ে দেয় শাহনওয়াজকে। এরপর থেকে কয়েকজনকে নিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়েন শাহানওয়াজ। এলাকায় যারই অক্সিজেনের দরকার সেখানে বিনামূল্যে অক্সিজেন পৌঁছে দিচ্ছেন শাহানওয়াজ।
গত এক বছর ধরে করোনার বিরুদ্ধে লড়াই করে চলেছেন শাহানওয়াজ। সম্প্রতি বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে হাতে টাকায় টান পড়ে তাঁর। এদিকে, তাঁদের তৈরি কন্ট্রোল রুমে অক্সিজেন চেয়ে একের পর এক ফোন আসতে থাকে। পকেটে টান পড়লেও করোনার বিরুদ্ধে লড়াইয়ে অদম্য ছিলেন তিনি। তাই নিজের ২২ লাখের ফোর্ড এনডোভার বিক্রি করে দেন শাহনাওয়াজ।
করোনার বিরুদ্ধে লড়াইয়ে এহেন সিদ্ধান্ত নেয়া হয় নেটিজেনরা তাঁকে ‘অক্সিজেন ম্যান’ বলে সম্বোধন করছেন। শাহনাওয়াজ বলেন, গাড়ি কেনার সুযোগ আবারও আসবে, এই মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোটাই সবথেকে জরুরি।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

