Thursday, November 13, 2025
রাজ্য​

পরিস্থিতি উদ্বেগজনক, রোড শো-বড় জনসভা নিষিদ্ধ ঘোষণা করল কমিশন

কলকাতাঃ রাজ্যে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে বুধবার একদিনে রাজ্যে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৭৮৪ জন মৃত ৫৮ জন। অনেক দেরিতে হলেও এবার নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার শেষ হলো ষষ্ঠ দফার নির্বাচন। আট দফার নির্বাচনের আর দুই দফা বাকি আছে। করোনার সংক্রমণ রোধে বৃহস্পতিবার থেকে বাতিল করা হলো রোড শো এবং বড় জনসভা।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫০০ বেশি জনের বেশি মানুষ নিয়ে জনসভা করা যাবে না। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘোষণা করেন নির্বাচন কমিশনের সচিব রাকেশ কুমার। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যে ৭ টা থেকে এই নিয়ম কার্যকর হবে। অর্থাৎ শুক্রবার থেকে আর কোন দল রোড শো এবং বড় জনসভা করতে পারবেন না।

উল্লেখ্য, শুক্রবার রাজ্যে জনসভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার তিনি জরুরি বৈঠক করবেন বলেন রাজ্যে আসবেন না বলে জানানো হয়। আর মাত্র কয়েক ঘন্টা পরে নির্বাচন কমিশনের তরফে এই ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, কংগ্রেস এবং বামফ্রন্ট অন্য পরিস্থিতি বিবেচনা করে আগেই এবং জনসভা না করার ঘোষণা দিয়েছিল। কেবল বাকি ছিল তৃণমূল এবং বিজেপি। বিজেপি কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে তৃণমূল শিবিরের দাবি প্রধানমন্ত্রী রাজ্য সফর বাতিল করেছেন বলেই এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।