Sunday, April 28, 2024
দেশ

শুধু নিজের সুখ চান মমতা! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনলেন মুকুল

মেদিনীপুর, ৫ ডিসেম্বর: ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনায় মুকুল রায়। মঙ্গলবার মেদিনীপুরে এক সভা থেকে মুকুল রায় বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ও নিজের পরিবারের সুখের জন্য গোটা বাংলার মানুষের সঙ্গে বঞ্চনা করছেন। মুখে মা-মাটি-মানুষের বুলি আওড়ালেও তাঁর কাজ কর্মে প্রকাশ পেয়ে যাচ্ছে তিনি বাংলা পরিবারের কথা ভাবেননি, ভাবেন শুধু নিজের পরিবারের কথা।’

এদিন বিশ্ব বাংলা প্রসঙ্গ টেনে এনে মুকুল বলেন, ‘মুখ্যমন্ত্রী ২০১৩ সালে বিশ্ব বাংলা লোগো রাজ্যকে ব্যবহার করতে দিয়েছিলেন। আর ওই একই বছরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্ব বাংলা নামে নিজস্ব কোম্পানি খোলার আবেদন করেন। এই অভিষেকই পরে হলফনামায় জানান তাঁর এই কাজে সম্পূর্ণ সায় ছিল মমতার। তাহলে এই সমীকরণেই স্পষ্ট হয়ে গেল বিশ্ববাংলা অভিষেকের হাতে তুলে দেওয়ার একটা উদ্দেশ্য ছিল। এবং তা থেকে লভ্যাংশও করায়ত্ত করার একটা সুপরিকল্পিত চিন্তাভাবনা ছিল।’
মুকুল রায় দাবি করেন, ‘মুখ্যমন্ত্রী যে কথা বলে রাজ্যে ক্ষমতায় এসেছিলেন, সেই কথা রাখতে চূড়ান্ত ব্যর্থ। প্রথমের দিকে তিনি নির্দিষ্ট উদ্দেশ্য এগোতে চাইলেও, পরে তাঁর অভিমুখ বদল হয়। এখন যেমন তিনি শুধু কেন্দ্রীয় সরকারের প্রকল্প নিজের বলে চালানোর চেষ্টা করে যাচ্ছেন। আর এই কাজ করতে গিয়ে তিনি স্বচ্ছ ভারত মিশনের টাকা বেমালুম নির্মল বাংলা প্রকল্পে ব্যবহার করছেন।’

শিল্পস্থাপনা নিয়েও মমতার সরকারকে তীব্র কটাক্ষ করেন মুকুল। তিনি বলেন, ‘এখন তো শিল্প আনতে দুদিন ছাড়া বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ক-দিন আগেই তিনি তো ঘুরে এলেন লন্ডন থেকে। কিন্তু আজ পর্যন্ত একটিও শিল্প আনতে পেরেছেন কি? বাম আমলে তবু দু-একটি শিল্প এসেছিল, কিন্তু পরিবর্তনের ছ-বছরে কটি শিল্প এসেছে, বলবেন মুখ্যমন্ত্রী।’