আর্থিক উন্নয়নের নিরিখে চিনকে ছাপিয়ে গেল ভারত, মার্কিন সমীক্ষা সংস্থা দিল ‘ওভারওয়েট’ তকমা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: অতিমারি করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে ভারতের অর্থনীতি। আমেরিকার প্রখ্যাত আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থা ‘মর্গ্যান স্ট্যানলি’-র সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, আর্থিক বৃদ্ধির নিরিখে ভারত ‘ইক্যুয়াল ওয়েট’ (সমান ওজন) থেকে উন্নীত হয়েছে ‘ওভারওয়েট’ (বেশি ওজন) স্তরে।
‘মর্গ্যান স্ট্যানলি’-র বিশেষজ্ঞেরা ভারতীয় অর্থনীতির বিপুল উত্থানের সম্ভাবনা দেখছেন। পাশাপাশি, সংস্থাটি আমেরিকার ‘ট্রিপল এ’ তকমা ছাঁটাই করেছে। এছাড়া সংস্থার তরফে বলা হয়েছে, চিনে আর্থিক মন্দা আরও বাড়ার। চিনকে ‘ইক্যুয়াল ওয়েট’ স্তরে নামানো হয়েছে।
রিপোর্ট বলা হয়েছে, গোটা বিশ্বে আর্থিক টানাপোড়েনের মধ্যে ভারতের জিডিপি বৃদ্ধির হার ধারাবাহিকভাবে ৬.২ শতাংশের বেশি থাকা আশাব্যাঞ্জক। এছাড়া ভারতের রকেট গতিতে আর্থিক উন্নতির নেপথ্যে সরকারি পদক্ষেপ বেশ গুরুত্বপূর্ণ বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। জনশক্তি ও ডিজিটাল প্রযুক্তির ওপর গুরুত্বারোপ ভারতীয় অর্থনীতিকে শক্তিশালী করে তুলেছে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, ইতিমধ্যেই বিশ্বব্যাঙ্ক, আইএমএফ, ব্লুমবার্গের অনেকগুলো বার্তায় বারবার ভারতের আর্থিক উন্নয়নের বিষয়ে ইতিবাচক বলা হয়েছে। এর আগে ‘মর্গ্যান স্ট্যানলি’ জানিয়েছিল, আগামী ৫ বছরে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হতে চলেছে ভারত। প্রথমে থাকবে থাকবে আমেরিকা, দ্বিতীয় স্থানে থাকবে চিন।