মুম্বাই থেকে গ্রেফতার ৯ বাংলাদেশি অনুপ্রবেশকারী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মহারাষ্ট্র অ্যান্টি টেরোরিজম স্কোয়াড (এটিএস) অভিযান চালিয়ে ৯ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে। জানা গেছে, তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।
ধৃতদের মধ্যে, দু’জনের বিরুদ্ধে ২০২২ সালে নবি মুম্বাইয়ের নেরুল থানায় ধর্ষণের মামলা দায়ের হয়েছিল। ওই দুই বাংলাদেশি নাগরিক ওয়ান্টেড ছিল।
একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে বসবাস করছিল।
২৬ জুলাই, নবি মুম্বাইয়ের নেরুল গ্রামে একটি অভিযান চালানো হয়েছিল। যেখানে ATS আধিকারিকরা একজন বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করেছিল।
২০০৯ সালে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের দ্বারা নথিভুক্ত একটি মামলায় তাকে ওয়ান্টেড ঘোষণা করা হয়েছিল।
পাশাপাশি, ধর্ষণের মামলায় ওয়ান্টেড দুই ব্যক্তিকেও স্যাটেলাইট সিটি থেকে গ্রেফতার করা হয়েছে।
পরের দিন, বাইকুল্লায় একটি অভিযান চালিয়ে ওয়ান্টেড ৪ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
অন্য একটি অভিযানে, মধ্য মুম্বাই থেকে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
এদিকে, গত মাসে পুণে থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে দু জনকে। ধৃতদের মধ্যে জুলফিকার আলি বারোদাওয়ালাকে হেফাজতে নিয়েছে এটিএস। জঙ্গিদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে অভিযোগ। বোমা তৈরির সরঞ্জামও বাজেয়াপ্ত এটিএস। — পিটিআই