ফের দেশের সেরা মুখ্যমন্ত্রী হলেন যোগী আদিত্যনাথ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে প্রকাশিত হলো ২০২৩ সালের সবথেকে জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নাম। ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, দেশের সেরা মুখ্যমন্ত্রী হিসেবে বিবেচিত হয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি ৪০ শতাংশ ভোট পেয়েছেন।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আম আদমি পার্টি সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি ১৯.৯ শতাংশ ভোট পেয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। তিনি ভোট পেয়েছেন ৮.৮ শতাংশ।
তালিকায় তামিলনাড়ুর ডিএমকে মুখ্যমন্ত্রী এমকে স্তালিন ৫.৬ শতাংশ ভোট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক ৩ শতাংশ ভোট নিয়ে পঞ্চম স্থানে আছেন।
ভারতের স্বাধীনতা দিবসের পর এই সমীক্ষা চালায় ইন্ডিয়া টুডে ও সি ভোটার। সেই সমীক্ষাতেই এই তথ্য উঠে এসেছে।