কিশোরীকে গণধর্ষণের ভিডিও হোয়াটসঅ্যাপে, থানায় অভিযোগ বাবার

পাটনা, ০৮ ফেব্রুয়ারি: নিজের গ্রামেই গণধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী। তাকে ব্ল্যাকমেল করতে তুলে রাখা ভিডিও ক্লিপ হোয়াটসঅ্যাপেও ছড়িয়ে দেয়া হয়েছে। অভিযোগ পেয়ে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে বিহার পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

বিহারের ভোজপুরের ওই নিগৃহীতার বাবার লিখিত অভিযোগ থেকে জানা যায়, তাদের গ্রামেরই ছয় যুবক মিলে তার ১৪ বছরের মেয়েকে ধর্ষণ করে। মেয়ে যাতে মুখ বন্ধ রাখে, তার জন্য ঘটনার ভিডিও করে রাখে অভিযুক্তরা। পরে সেই ছবি হোয়াটসঅ্যাপে ছেড়ে দেয় অভিযুক্তরা।

ঘটনাটি গত জানুয়ারিতে ঘটলেও, নাবালিকা ভয়ে বাড়িতেও কাউকে কিচ্ছুটি জানায়নি। কিন্তু হোয়াটসঅ্যাপে সেই অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ায় ঘটনার কথা মেয়েটির বাবার কানে ওঠে। প্রকাশ্যে আসে গোটা ঘটনা। এরপর মেয়ের কাছে ঘটনার বিস্তারিত জেনে, তিনি নিজেই থানায় যান। গ্রামেরই ছয় যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।

সেই অভিযোগের ভিত্তিতে বুধবার একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বিহার পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।