Thursday, April 25, 2024
দেশ

দূষণ প্রতিরোধে সাইকেলে চেপে সচিবালযে গেলেন বিজেপি দলীয় মন্ত্রী করম শ্যাম

ইম্ফল: সাইকেলে চড়ে দপ্তরে গেলেন মণিপুর রাজ্যের বিজেপি দলীয় খাদ্য ও গণসরবরাহ দপ্তরের মন্ত্রী করম শ্যাম। কিছুদিন আগে দেয়া কথা রেখেছেন তিনি। সপ্তাহে একদিন সরকারি গাড়ির বদলে সাইকেলে চেপে নিজের দপ্তরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন করম। শুক্রবার সাইকেলে চড়ে নিজের সরকারি আবাসন থেকে সচিবালয়ে যান তিনি। সেখান থেকে মুখ্যমন্ত্রীর বাসভবনেও যান সাইকেলে চেপেই।

রাজধানী ইম্ফলে গত ২৬ নভেম্বর সাইকেল রেসের উদ্বোধন করেন করম শ্যাম। সেখানে দূষণ নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছিলেন। করম শ্যাম অনুষ্ঠান মঞ্চ থেকেই ঘোষণা করেন, সপ্তাহে একদিন তিনি ইম্ফলে গাড়ি ব্যবহার করবেন না। সাইকেলে চেপেই দপ্তরের কাজ সামলাবেন। এ সময় দূষণের জন্য গাড়ির মাত্রাতিরিক্ত ব্যবহারকে দায়ী করা হয়।

সাংবাদিকদের করম বলেন, দূষণ প্রতিরোধে সপ্তাহে তিনি একদিন সাইকেল ব্যবহার করবেন। অন্যদেরও তিনি পরিবেশ দূষণ রুখতে সাইকেল ব্যবহারের আহ্বান জানান।

শনিবার এ ঘটনাকে ‘নাটক’ বলে কটাক্ষ করেছে বিরোধী দল কংগ্রেস। ইম্ফলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী গইখাংগাম বলেন, ‘পুরোটাই নাটক’ ‘মন্ত্রী সাইকেলে চেপে গিয়ে মিডিয়ায় ছবি ওঠাচ্ছেন, ভালো কথা, কিন্তু তাঁর গাড়িবহরও তো পিছু পিছু যাচ্ছে। তেল পুড়ছে। অযথা সাধারণ মানুষকে পড়তে হচ্ছে যানজটের কবলে।

সমালোচনাকে অবশ্য পাত্তা দিতে রাজি নন করম শ্যাম। তাঁর সাফ কথা, ‘পরিবেশের স্বার্থে এক দিন উৎসর্গ করেছি। সাইকেলে চেপে দূষণের বিরুদ্ধে প্রচার চলবে। খোদ মুখ্যমন্ত্রী এন বীরেন্দ্র সিং আমাকে সমর্থন করেছেন। অন্যদের সমালোচনার কোনো অর্থ আমার কাছে নেই।’ পাল্টা আক্রমণ করে তিনি বলেন, ‘সৎ উদ্দেশ্য নিয়ে বিরোধীরা নাটক করছেন।’