তিওয়া স্বশাসিত পরিষদ নির্বাচনে ৩৬টি আসনের মধ্যে ৩৪ টিতে জয়ী বিজেপি
দিসপুর: সদ্য শেষ হওয়া বড়োল্যান্ড স্বশাসিত পরিষদ (বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল) নির্বাচনে সাফল্য পেয়েছে বিজেপি। সেই রেশ কাটতে না কাটতেই অসমের তিওয়া স্বশাসিত পরিষদ (Tiwa Autonomous Council) নির্বাচনে গেরুয়া ঝড়। ৩৬টি আসনের মধ্যে ৩৪টি আসনে জয়লাভ করল বিজেপি। বিজেপির জোট সঙ্গী এজিপি ২টি আসন পেয়েছে, কংগ্রেস মাত্র একটি আসনে জিতেছে।
করোনা বিধি মেনে গত ১৭ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। তিওয়া স্বশাসিত কাউন্সিলটি অসমের মরিগাঁও (১৯টি আসন), নওগাঁ (১০টি আসন), হোজাই (১টি আসন) এবং কামরূপ (মেট্রো) জেলা নিয়ে বিস্তৃত সেই স্বশাসিত পরিষদের কোনও আসনেই এগিয়ে নেই কংগ্রেস।
মোট ৩৬ টি আসনের মধ্যে ৩৫টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। কারণ ঘোবা আসনটি ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন বিজেপির মণিরাম পাতার। বিজেপি ৩৩টি আসন জিতেছে, তার সহযোগী এজিপি ২টি আসন জিতেছে। বিরোধী দল কংগ্রেস মাত্র ১ টি আসন জিতেছে।
অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা টুইটে বলেন, কী দারুণ দিন। অসমের মানুষ আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর আস্থা রেখেছেন। তিওয়া স্বশাসিত পরিষদের ৩৬টি আসনের মধ্যে ৩৪টিতে জিতেছে বিজেপি। মানুষ এবং অসম বিজেপির দৃঢ়প্রতিজ্ঞ কর্মকর্তাদের আন্তরিক কৃতজ্ঞতা। অভিনন্দন। – Ankita Bera

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

