Monday, November 17, 2025
রাজ্য​

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন বাংলারই কোনও ভূমিপুত্র: অমিত শাহ

মেদিনীপুর: রাজ্যে ক্ষমতায় এলে বাংলার ভূমিপুত্রই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে। শনিবার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতা সরকারকে তুলোধনা করে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যের কোনও বিকাশ হয়নি। তৃণমূল সরকারের উপর বাংলার মানুষ হতাশ। শুধু তোলাবাজি চলছে। এতো ভয়ের পরিবেশের মধ্যেও মানুষ বিজেপিতে যোগ দিচ্ছেন। আমরা ২০০টি আসন জিতবই। বাংলায় বিজেপি সরকার গড়বে।

বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ের হামলার ঘটনা নিয়েও রাজ্য সরকারের কটাক্ষ করেন অমিত শাহ। তিনি বলেন, দিদির উপর বিজেপি শাসিত রাজ্যে হামলা হলে উনি কি করতেন। কেন্দ্রীয় সরকার সংবিধানের মধ্যেই কাজ করছে। রাজ্যের এমন হাল যেখানে একটি জাতীয় দলের সভাপতির সুরক্ষা নেই। আমরা এখনও লড়াইয়ে আছি।

মুখ্যসচিব ও ডিজির তলবের প্রসঙ্গে তিনি বলেন, শুক্রবার বৈঠক হয়েছে। রিপোর্ট আসলে দেখব। দ্রুত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কোনও মন্তব্য এখনই করব না। দেশে কোনও রাজ্য নেই, যেখানে ৩০০ বেশি কর্মী হত্যা হয়েছে। রাজ্যবাসী গোটা বিষয়টি জানে। উনি নিজের ব়্যালি করেন। অথচ বিজেপির ব়্যালি আটকে দেন। উনি আমাদের ব়্যালি করতে দিক।

উল্লেখ্য, বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে নানা জল্পনা রয়েছে। আলোচনায় রয়েছে রাজ্যের খ্যাতনামা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী, রাজ্য সভার এক সাংসদ, একজন কেন্দ্রী মন্ত্রী, এক দক্ষিণপন্থী ভাবধারার সংগঠন ও রামকৃষ্ণমিশনের এক সন্ন্যাসী। তবে এ বিষয়ে মুখ খোলেননি কেউই।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।