Sunday, September 15, 2024
দেশ

পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত ঐতিহাসিক সারদা পীঠ মন্দির দর্শনের অনুমতি দেওয়া হবে ভারতীয়দের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইতিমধ্যেই কাশ্মীরের কুপওয়ারা জেলার টিটওয়াল গ্রামে নিয়ন্ত্রণরেখা বরাবর সারদা মন্দির এবং একটি ধর্মশালার উদ্ধোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই মন্দিরটির উদ্বোধন করেন তিনি।

অমিত শাহ জানান, ‘নিয়ন্ত্রণরেখার ওপারে পাক অধিকৃত কাশ্মীরে ১৮টি মহাশক্তি পীঠের একটি সারদা মন্দির রয়েছে। কর্তারপুর করিডরের ধাঁচে সেই মন্দিরে হিন্দু তীর্থযাত্রীদের যাওয়ার ব্যবস্থা করা হবে।’

উল্লেখ্য, পাক-অধিকৃত কাশ্মীরের নীলম উপত্যকায় রয়েছে ১৮টি মহাশক্তি পীঠের একটি সারদা পীঠ এবং সারদা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ। সুলতানি এবং মোগল আমলে এশিয়ার অন্যতম সেরা সাহিত্য, সংস্কৃতি চর্চার কেন্দ্র ছিল এই সারদা পীঠ এবং বিশ্ববিদ্যালয়। নালন্দা-তক্ষশীলার থেকেও প্রাচীন ওই বিশ্ববিদ্যালয়টি বিদেশি হামলায় ধ্বংসপ্রাপ্ত হয়।

তথ্যসূত্র: UNFILTERED with Sakshi