Thursday, September 28, 2023
দেশ

আরও দু’দিন জাতীয় ছুটির প্রস্তাব মমতার

কলকাতা: জাতীয় সংহতির মঞ্চ থেকে জাতীয় ছুটি বাড়ানোর প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়দিনে গোটা দেশে ছুটি চালুর দাবি তোলার পাশাপাশি ২৩ জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে জাতীয় ছুটি চালুর দাবি তোলেন তিনি।

গতকাল বুধবার কলকাতায় গাঁন্ধী মূর্তির কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্য করে বলেন, ‘‘আগে গোটা দেশে ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি চালু ছিল। এখন সেটা এই রাজ্যে থাকলেও কেন্দ্র তা বন্ধ করে দিয়েছে। এটা চালু করা হোক।’’

বড়দিনের পাশাপাশি ২৩ জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে জাতীয় ছুটি চালুর দাবি তোলেন মুখ্যমন্ত্রী। এই দাবিতে দীর্ঘদিন ধরেই সরব ফরওয়ার্ড ব্লক। এবার সেই দাবিই নতুন করে তুললেন মমতা।