Thursday, January 23, 2025
রাজ্য​

আলাপনকে নিজের মুখ্য উপদেষ্টা করলেন মমতা, মাসিক বেতন ২.৫ লাখ টাকা

কলকাতা: কেন্দ্রের বিরুদ্ধে কার্যত ‘যুদ্ধ’ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুখ্যসচিবের পদ থেকে অবসরের পর আলাপন বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করলেন তিনি। যার ফলে মঙ্গলবার থেকে আগামী তিন বছর মমতার মুখ্য উপদেষ্টা থাকবেন আলাপন বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে নীতি সংক্রান্ত নানা বিষয়ে উপদেশ দেবেন তিনি। নবান্ন সূত্রে খবর, আলাপনের মাসিক বেতন হবে ২.৫ লাখ টাকা। বেতন ছাড়া রাজ্য সরকারের তরফে অনান্য ভাতাও পাবেন তিনি।

মমতা বলেন, করোনাকালে আলাপন বন্দ্যোপাধ্যায়কে আমাদের চাই। উনি অবসর নিয়েছেন। কিন্তু তাঁকে নবান্ন ছাড়ার অনুমতি দিইনি আমি। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ঘোষণা করেন, রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন হরিকৃষ্ণ দ্বিবেদী। স্বরাষ্ট্রসচিব হচ্ছেন বিপি গোপালিকা।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের গরিব, দুর্বল, তফসিলি জাতি, তফসিলি জনজাতি, সংখ্যালঘু মানুষের জন্য কাজ করছেন আলাপন। সোমবার অবসর নিতে চান। আমি চাইলেই ওকে আটকাতে পারতাম। আলাপন অনুমতি চেয়েছিল। আমি ওকে অনুমতি দিয়েছি।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, করোনা মোকাবিলায় মুখ্যসচিবকে রাজ্যেই রাখতে চেয়েছিলাম, এমন নির্মম প্রধানমন্ত্রী আগে দেখেনি। মমতার অভিযোগ, এটা বেআইনি, এটা অসাংবিধানিক। এটা দেশের পক্ষে বিপজ্জনক। কেন্দ্র যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে চুরমার করে দিচ্ছে, দেশের আমলাদের মনোবলে ধাক্কা দিচ্ছেন। সরকার, জনগণের জন্য যিনি অক্লান্তভাবে কাজ করে চলেছেন, রাজ্যের সেই শীর্ষ আমলাকে এরকমভাবে অপমান করা হয়েছে। এই ঘটনা দুর্ভাগ্যজনক। কখনও মেনে নেব না।