অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতল ভারত
ব্রিসবেন: অস্ট্রেলিয়ার মাটিতেই অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট সিরিজ জিতল টিম ইন্ডিয়া৷ সৌজন্যে শুভমান গিল, ঋষভ পন্থরা৷ কার্যত বলা চলে দাদাদের ছাড়াই টেস্ট সিরিজ জিতল ভারতীয় দল। ব্রিসবেনে টেস্ট (Brisbane Test) সিরিজ পকেটে পুরল ২-১ ব্যবধানে৷ এদিন প্রথমে শুভমান গিলের পারফরম্যান্স, পূজারার বিধ্বংসী ইনিংস এবং শেষবেলায় ‘স্পাইডারম্যান’ পান্থের ঝড়ো ব্যাটিং৷
ফের ঋষভ পন্থের ব্যাট থেকে এল অর্ধশতরান৷ ১৩৮ বলে ৮৯ রান করেনতিনি। চেতেশ্বর পূজারাও করেন অর্ধশতরান৷ এটা তাঁর কেরিয়ারের স্লোয়েস্ট হাফ সেঞ্চুরি৷ ১৯৬ বলে ৫০ রান করেন তিনি৷ ৭টি চার মেরেছেন তিনি৷ এদিকে একটুর জন্য সেঞ্চুরি মিস করলেন শুভমান গিল৷ ১৪৬ বলে ৯১ রানে মাঠ ছাড়েন তরুণ এই ক্রিকেটার৷ ৮টি চার ও ২টি ছয় মারেন তিনি৷
অস্ট্রেলিয়ার মাটিতেই অস্ট্রেলিয়াকে হারিয়ে এদিন ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া৷ প্রথম দল হিসেবে পরপর দু’বার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ পকেটে পুরল ভারত। ৩২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পঞ্চম দিনে মাত্র ৮ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন রোহিত শর্মা৷ তবে শুরু থেকে পোস্ট লাঞ্চ সেশন অবধি ক্রিজে ছিলেন শুভমান গিল ও পূজারা৷ সাবলীল খেলে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান শুভমান। অন্যদিকে ফেভিকুইকের মতো ক্রিজে আটকে থাকেন পূজারা৷ ১৯৬ বলে ৫০ রান করে আউট হন পূজারা৷ পূজারার ধৈর্য্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে ক্রিকেট বিশ্ব৷ পূজারা নিজের ইনিংসের ১০৩ তম বলে প্রথম চার মারেন৷
২ বছরের ইতিহাস ভেঙে দিলো ভারত৷ ব্রিসবেনে যেখানে কখনও টেস্ট জিততে পারেনি কেউ সেখানেই ৩২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জিতে গেল ভারত৷ ৯৭ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় হাসিল করে নিল টিম ইন্ডিয়া৷ টেস্ট জিতে সিরিজ ২-১ জিতে নেয় ভারত৷ একের পর এক চোটে জর্জরিত দলে প্রথম একাদশের ৬ জন ক্রিকেটারকে ছাড়াও ম্যাচ লুফে নিল টিম ইন্ডিয়া৷


