‘দেশের স্বার্থ আগে’, রাশিয়ার তেল কেনা প্রসঙ্গে সাফ জানালো ভারত
কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাশিয়া থেকে তেল কেনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর তরজা। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে আশ্বস্ত করেছেন—ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। এই দাবির পরেই বিষয়টি নিয়ে সরব হয় রাজনৈতিক মহল, আর পরের দিনই বিবৃতি জারি করলো কেন্দ্র।
বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের (MEA) মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, “ভারত তেল ও গ্যাস আমদানি করে। বর্তমান বৈশ্বিক অস্থিরতার মধ্যেও দেশের গ্রাহকদের স্বার্থ রক্ষা করা আমাদের অগ্রাধিকার। আমাদের আমদানি সংক্রান্ত নীতিগুলি সম্পূর্ণরূপে এই উদ্দেশ্য দ্বারাই পরিচালিত।” যদিও ট্রাম্পের বক্তব্য নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, “স্থিতিশীল জ্বালানির দাম এবং নিরাপদ সরবরাহ নিশ্চিত করা ভারতের জ্বালানি নীতির অন্যতম লক্ষ্য। আমরা জ্বালানির উৎসে বৈচিত্র্য আনতে এবং বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে সিদ্ধান্ত নিতে বদ্ধপরিকর।”
আমেরিকার প্রসঙ্গে বিদেশমন্ত্রক জানায়, “গত কয়েক দশক ধরে আমেরিকার সঙ্গে জ্বালানি বাণিজ্য বাড়ানোর চেষ্টা চলছে। মার্কিন প্রশাসনও ভারতের সঙ্গে এই বিষয়ে সহযোগিতার গভীর আগ্রহ দেখিয়েছে। সেই বর্তমানে আলোচনা চলছে।”
রাশিয়া থেকে তেল কেনা নিয়ে নয়াদিল্লির অবস্থান সবসময় স্পষ্ট—দেশের স্বার্থ ও বাজারের চাহিদাই মূল বিবেচ্য। রুশ তেল ভারতীয় বাজারে তুলনামূলক সস্তা হওয়ায় তা আমদানি করছে ভারত।
তবে ওয়াশিংটনের দাবি, এই তেল বিক্রির অর্থ দিয়েই ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। তাই মস্কোর তেল কেনা বন্ধ করতে বিশ্বের দেশগুলির উপর চাপ তৈরি করছে আমেরিকা।


