Tuesday, November 12, 2024
টালিউড

কৃষ্ণনগরে কমিউনিটি কিচেন খুললেন কৌশানী

কৃষ্ণনগর: করোনাকালে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটি যে যেভাবে পারছেন একে অন্যের পাশে দাঁড়াচ্ছেন। করোনার এই কঠিন পরিস্থিতিতে কৃষ্ণনগর বাসীর জন্যে কমিউনিটি কিচেন খুললেন অভিনেত্রী তথা পরাজিত তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়।

উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে নদিয়ার কৃষ্ণনগর উত্তর থেকে লড়েছিলেন তিনি। তবে ভোটে হেরে যান কৌশানী। মানুষ তাঁকে নির্বাচনে বেছে না নিলেও কৃষ্ণনগরবাসীর থেকে মুখ ফিরিয়ে নেননি তিনি ৷ সেখানে হার হলেও কৃষ্ণনগরের মানুষের মনে তিনি রাজ করেছেন বলে জানান অভিনেত্রী ৷

নিজস্ব উদ্যোগে চালু করা এই কমিউনিটি কিচেনের নাম দিয়েছেন ‘অপরাজিতা কিচেন’। এদিন কমিউনিটি কিচেনের উদ্বোধন করেন তিনি। নিজের হাতে সবার প্লেটে তুলে খাবার দিলেন অভিনেত্রী। কমিউনিটি কিচেনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।

কৌশানী বলেন, লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়েছি। তাই অসহায় মানুষদের মুখে অন্ন তুলে দেওয়ার প্রয়াস চলবে।