৪৬তম মার্কিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন জো বাইডেন
ওয়াশিংটন: ৪৬তম মার্কিন রাষ্ট্রপতি (46th US president) হিসেবে শপথ নিলেন জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র (Joseph Robinette Biden সংক্ষেপে Joe Biden)। তাঁর সঙ্গে উপ-রাষ্ট্রপতি পদে শপথ নিলেন ভারতীয় বংশোদ্ভূত কমলা দেবী হ্যারিস। করোনা পরিস্থিতির কারণে অনুষ্ঠানে কাটছাট করা হয়। ছিমছাম অনুষ্ঠানের মাধ্যমেই আগামী চার বছরের জন্য দায়িত্ব গ্রহণ করলেন ৭৮ বছর বয়সী জো বাইডেন। ভারতীয় সময় রাত ১০টা ২৫ মিনিট নাগাদ আমেরিকায় শুরু হয় বাইডেন যুগের।
শপথ গ্রহণ অনুষ্ঠানে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করা হয়। ৫০টি প্রদেশ থেকে ২৫ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়। ক্যাপিটল হিল ও হোয়াইট হাউস চত্বরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। বন্ধ রাখা হয়েছে মেট্রো চলাচল। উল্লেখ্য, ওবামার উপ-রাষ্ট্রপতি হিসেবে ২০০৮ থেকে ২০১৬ সাল অবধি দায়িত্ব সামলেছেন বাইডেন।
১৯৮৮ সালে প্রথমবার রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে নাম লেখান তিনি। এরপর ২০০৮ সালেও ব্যর্থ হন। আমেরিকার ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি বারাক ওবামা নিজের ডান হাত হিসেবে বেছে নেন ৬ বারের সেনেটর বাইডেনকে। ওবামার সঙ্গে হাতে হাত মিলিয়ে মেডিকেয়ার থেকে ট্যাক্স রিলিফ অ্যাক্ট-সহ বিভিন্ন ইস্যুতে সাফল্য পান বাইডেন।
তৃতীয় বার রাষ্ট্রপতি হওয়ার লড়াইয়ে জয়লাভ করেন তিনি। ট্রাম্পকে হারিয়ে ৩০৬ ইলেকটরাল ভোট পেয়েছেন বাইডেন।


