Wednesday, April 17, 2024
আন্তর্জাতিক

বাংলাদেশের নোয়াখালীতে কালী মন্দিরের ৬ প্রতিমা ভাংচুর, অগ্নিসংযোগ

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষদের মন্দির এবং বাড়িতে হামলার ঘটনা ঘটেই চলেছে৷ এবার নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭ নং মোহাম্মদপু ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামে মাষ্টার যদু বাবু’র ১৫০ বছরের পুরানো একটি কালী মন্দিরের ৬ টি প্রতিমা ভাংচুর ও অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত  বুধবার গভীর রাতে।

খবর পেয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাজাহান শেখ, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদার, নোয়াখালী গোয়েন্দা পুলিশ আবুল খায়ের ও সেনবাগ থানার অফিসার ইনচার্জ হারুন উর রশিদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই ঘটনার পর স্থানীয় সংখ্যালুঘু সম্প্রদায়ের লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

ওই বাড়ির ডাঃ মলয় রঞ্জর বিশ্বাস জানান,মঙ্গলবার সন্ধ্যায় প্রতিনিদিনের মতো ওই বাড়ির নীলীমা রায় পুজা অর্চনা শেষে মন্দিরের দরজা বন্ধ করে বাড়িতে চলে যান। এরপর বুধবার সকালে একই বাড়ির মনি বালা দাস(৬০) আবারো মন্দিরে পুজা দিতে গিয়ে দেখেন মন্দিরে স্থাপন করা কালী মূর্তি সহ অপর ৬টি মুর্তি ভাংচুর অবস্থায় পড়ে রয়েছে এবং আগুন ঝলছে। এরপর তিনি বাড়িতে গিয়ে বিষয়টি অন্যদের জানালে দ্রুত ওই খবর প্রশাসন ও সংবাদিক সহ পুরো জেলায় ছড়িয়ে পরে। এরপর সকাল ১০টার দিকে দুপুর পর্যন্ত প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাজাহান শেখ জানান, যেহেতু মন্দিরটি দেড়শ বছরের পুরানো এবং দীর্ঘ সময়ে ধরে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এতে হিন্দু সম্প্রদায়কে আতঙ্কিত না হবার জন্য বলেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

হাসিনা জমানায় বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের ঘটনা নতুন নয়। বিগত বছরগুলিতেও হিন্দু সম্প্রদায়ের উপর হত্যা-জখম-নির্যাতন, মন্দির ভাঙচুর, মন্দিরের পুরোহিত হত্যা, লুটপাট, বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের মতো ঘটনা অব্যাহত ছিল পদ্মাপারের দেশের। তবে যে ভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষের ধর্মাচারোণের ওপর আঘাত দিন দিন বাড়ছে তাতে চিন্তায় দেশটির প্রশাসন। তবে এর আগেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দু বিগ্রহ ভাঙার ঘটনা খবরের শিরোনামে এসেছে। প্রতিক্ষেত্রেই সরকার উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানালেও কাজের কাজ হয়নি।  সূত্র- ঢাকা ট্রিবিউন