Wednesday, August 21, 2024
দেশ

কৃষ্ণ স্মরণে স্টেশনের নামের প্রস্তাবে ‘হ্যাঁ’ কেন্দ্রের

ঝাড়খণ্ড: জন্মাষ্টমীর পর একদিন কাটতে না কাটতেই বড়সড় ঘোষণা করল ঝাড়খণ্ড সরকার। ঝাড়খণ্ডের গরহওয়া জেলার একটি স্টেশনের নাম বদল করার প্রস্তাব দিল ঝাড়খণ্ড সরকার। রাজ্য সরকারের সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

উনতারি রেলস্টেশনের নাম পরিবর্তন করে রাখা হবে বংশীধর নগর। কারণ ওই শহরেই ভগবান শ্রীকৃষ্ণের একটি জাগ্রত মন্দির রয়েছে। মন্দিরটি ওই শহরে আসা পর্যটকদের কাছে একটি অন্যতম আকর্ষণীয় স্থান। তাই সেই শ্রীকৃষ্ণের মন্দিরের নামেই রেলস্টেশনের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিল ঝাড়খণ্ড সরকার।

স্টেশনের নাম পরিবর্তন প্রসঙ্গে সরকারের তরফে একটি বিবৃতি পেশ করা হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনের মত শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত থাকবে, এমনই চাইছেন স্থানীয় বাসিন্দারা। সেই কারণেই রাজ্যের মুখ্য়মন্ত্রী রঘুবার দাসও চাইছেন রাজ্যের নামের অদল-বদল। শুধু তাই নয়, ইসকনের সঙ্গে চুক্তি করে ওই এলাকায় একটি মন্দির তৈরির পরিকল্পনা চলছে।

প্রসঙ্গত, এবারই প্রথম নয়। এর আগেও মনীষীদের নামে রেলস্টেশন নামকরণের নজির থেকেছে দেশবাসী। কিছুদিন আগেই মুঘলসরাইয়ের নাম পরিবর্তন করে রাখা হয় দীনদয়াল উপাধ্যায়।