‘শান্তিপূর্ণ মিছিলে বলপ্রয়োগ করা যাবে না’, আরজি কর কান্ডের শুনানিতে সাফ জানালো সুপ্রিম কোর্ট
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আরজি কর কান্ডে এই মুহূর্তে উত্তাল গোটা দেশ। মঙ্গলবার মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, “শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর পশ্চিমবঙ্গ সরকারের বলপ্রয়োগ করা উচিত নয়। চিকিৎসক হোন বা সুশীল নাগরিক সমাজ, কারও উপর জোর-জবরদস্তি করা যেতে পারে না। সংবেদনশীল হয়ে পরিস্থিতি সামলাতে হবে। এই মুহূর্তে গোটা দেশে আবেগঘন।”