Wednesday, April 23, 2025
বিনোদন

‘স্বপ্নদীপ খুনের এক বছর পরেও মেলেনি বিচার, আরজি কর কান্ডে আদৌ মিলবে তো বিচার!’, আশঙ্কা অনুপম রায়ের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আরজি কর কান্ডে উত্তাল গোটা বাংলা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে বিরোধীরা। বিচারের দাবিতে মানুষ রাস্তায় নেমে এসেছেন। এই পরিস্থিতিতে এবার ফেসবুক পোস্টে ক্ষোভ উগরে দিলেন কন্ঠশিল্পী অনুপম রায়। 

তিনি লিখেছেন, “স্বপ্নদীপের মৃত্যুর এক বছর হয়ে গেছে। দোষীকে চিহ্নিত করা যায় নি। তিলোত্তমার মর্মান্তিক চলে যাওয়ার ১০ দিন হতে চলল। প্রচুর বিভ্রান্তি সৃষ্টি হয়েছে কিন্তু বিচার? আদৌ পাওয়া যাবে কি?”

উল্লেখ্য, গত বছর যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের মেইন হোস্টেলে র‌্যাগিংয়ের জেরে মৃত্যু হয়েছিল স্বপ্নদীপের। ঘটনার ১ বছর পেরিয়ে গেলেও আজও সাজা পায়নি অপরাধীরা। সেবারও মিডিয়ায় ব্যাপকভাবে নিউজ হয়েছিল। কিছুদিন পরে সবকিছু চুপচাপ। শাস্তি পায়নি স্বপ্নদীপের খুনিরা।