Monday, March 17, 2025
দেশ

দেশভাগের সময় বাংলাদেশে ২৭ শতাংশ হিন্দু ছিল, এখন তা কমে ৯ শতাংশ, জোরপূর্বক ধর্মান্তরিত করা হচ্ছে অথবা তাঁরা ভারতে শরণার্থী হয়ে চলে এসেছেন: অমিত শাহ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশের পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এখনও সেদেশের সংখ্যালঘু হিন্দুরা রাতভর এলাকা পাহারা দিচ্ছেন। জোরপূর্বক চাকরি থেকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন বাংলাদেশের হিন্দুরা। এই পরিস্থিতিতে ফের সিএএ নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিন পাকিস্তান থেকে ভারতে আশ্রয় নেওয়া ১৮৮ জন হিন্দু শরনার্থীর হাতে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র তুলে দেন অমিত শাহ। অমিত শাহ অভিযোগ তোলেন, “দেশভাগের সময় বাংলাদেশে ২৭ শতাংশ হিন্দু ছিল। এখন তা কমে ৯ শতাংশ দাঁড়িয়েছে। হয় বাংলাদেশে হিন্দুদের জোর করে ধর্মান্তরিত করা হয়েছে। অথবা তাঁরা ভারতে শরণার্থী হয়ে চলে এসেছেন।”

অমিত শাহ বলেন, “যদি প্রতিবেশী দেশে হিন্দুরা সম্মানের সঙ্গে বাঁচতে না পারেন। ভারতে শরণার্থী হয়ে আসেন, তাহলে আমরা কী করব? আমরা নীরব দর্শক হয়ে বসে থাকতে পারি না।” 

অমিত শাহ বলেন, “কিছু রাজ্যের সরকার, কিছু দল মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। অনেক আগেই যাঁরা বাংলাদেশ থেকে চলে এসে ভারতে রয়েছেন, চাকরি-বাকরি করছেন, এখন তাঁরা নাগরিকত্বের জন্য আবেদন করলে আইনি সমস্যা হবে বলে ভুল বোঝানো হচ্ছে।’’ 

অমিত বলেন, “আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বলছি, কোনও ভয় নেই। আবেদন করুন। এতদিন চাকরি করলে, জমি-বাড়ি কিনে থাকলে, নাগরিকত্ব আগের থেকেই কার্যকর হবে। কোনও মামলা মোকদ্দমা হবে না।”