‘মুখ্যমন্ত্রী রাস্তায় নামছেন, আবার আন্দোলন বন্ধের চেষ্টাও করছেন, দ্বিচারিতা কেন করছেন? জনগণকে কী ভয় পাচ্ছেন?’, প্রশ্ন আরজি কান্ডে মৃতার বাবার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আরজি কর কান্ডে ক্রমশ পরিস্থিতি জটিল হচ্ছে। সকলের দাবি একটাই দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক। এই পরিস্থিতিতে আন্দোলন রুখতে একের পর এক নিষেধাজ্ঞা জারি করছে রাজ্য সরকার। এবার এ প্রসঙ্গে মমতা সরকারে বিঁধলেন মৃতার বাবা। শনিবার রাতে আরজি কর চত্বরে প্রতিবাদ কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা ও রবিবার যুবভারতীর সামনে প্রতিবাদীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় মুখ্যমন্ত্রী ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলেন নির্যাতিতার বাবা।
রবিবার বিকালে নিহত চিকিৎসকের বাবা বলেন, ‘উনি এত কথা বলছেন। উনি রাস্তায় নামছেন, আন্দোলন করছেন, নির্যাতিতার বিচার চাইছেন। এদিকে উনি আন্দোলন বন্ধের চেষ্টাও করছেন। এরকম দ্বিচারিতা কেন করছেন উনি? তাহলে মুখ্যমন্ত্রী কী জনগণকে ভয় পাচ্ছেন? মুখ্যমন্ত্রীর ভূমিকায় আমরা অসন্তুষ্ট।’