তৃণমূলের প্রচারে মেজাজ হারিয়ে সেলফি প্রত্যাশীকে ধাক্কা মেরে ফেলে দিলেন জয়া বচ্চন
হাওড়া: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হয়ে প্রচারে রাজ্যে এসেছেন জয়া বচ্চন (Jaya Bachchan)। বৃহস্পতিবার দিনভর হাওড়ায় (Howrah) তৃণমূলের হয়ে প্রচারে ব্যস্ত ছিলেন সমাজবাদী পার্টির নেত্রী-সাংসদ জয়া বচ্চন। প্রচারের সময় মেজাজ হারালেন অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া। সেলফি প্রত্যাশীকে ধাক্কা মেরে গাড়ি থেকে ফেলে দিলেন জয়া বচ্চন। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।
ভিডিওতে দেখা যাচ্ছে, এক অনুরাগী সেলফি তুলতে এসেছিলেন। বিষয়টি হয়তো একদমই পছন্দ হয়নি জয়ার। তাই প্রচারগাড়ি থেকেই হাত বাড়িয়ে জনৈক ব্যক্তিকে ধাক্কা মেরে ফেলে দিলেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল। টুইটারে ট্রেন্ড করেছে #JayaBachchan.
এই ঘটনায় উত্তর হাওড়ায় বিজেপি প্রার্থী উমেশ রায় বলেন, কোনও তারকা যদি মানুষকে সম্মান দিতে না পারেন তা হলে কিছু বলার নেই। উনি তো আবার সাংসদ। মানুষের ভাবাবেগের কথা মাথায় রাখা উচিত ছিল। উত্তর হাওড়ায় এবার তৃণমূল হারবেই।
বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে জয়া বচ্চন বলেছেন, তথাকথিত হিন্দুত্ববাদের ঝাণ্ডাধারীদের হাতে যেন বাংলার সংস্কৃতি নষ্ট হতে দিলে চলবে না। সেই ভেবেই জনসাধারণকে ভোট দিতে হবে।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

